কলমে - রীতা রয়।
............................হলুদ শাড়ির ভাঁজে ভাঁজে জল থইথই বেলী ফুলের বেনী,
বোশেখের নিমীলিত চিতার আগুন ছোবল দিয়ে যায়..
ধু ধু প্রান্তরের মাঝ বরাবর উথাল পাথাল খেলার ঢেউ
নীল ঘন অশ্লীল প্রনয়ে নষ্ট লগ্ন পুড়ে ধোঁয়া ওঠা বালি তে,
পুড়বে আর পোড়াবে নারীর সিক্ত ছবির তিক্ত রমন।
চোখের ভাষায় গরল থাকে,
সূর্য তার আলো ছোঁয়াতেও পারে না,
এঁদো মাটির সোঁদা গন্ধে শিক্ত হয় নিথর অমাবস্যা।
হাড়মজ্জা লাল মাটি, লক্ষ লক্ষ শিরায় গতিপথ বদলাতে থাকে ক্রমশ।
মানুষের আর কি দোষ, সে তো বিশ্ব চরাচরে স্থবির গাছের মত,
সামান্য আলো আর সঙ্গীতে ঢলে পড়ে।
প্রেম নয় সে তো, ব্যকুলতা মাত্র।
একটু ছোঁয়া, লালিত জিভের জড়তা কাটানো মাত্র।
চোখের পাতায় অগনিত অন্তরাত্মা - শরীরের ছায়ায় মাধুকরী,
অশ্রুর বিন্দুর মত মৃত্যু হয় সাম্রাজ্যের স্মৃতি।
বেখেয়ালী ফুটপাতের চেয়ে দেখা, ধুলো জমে মনের আদুরে আঙীনায়-
জমে যাচ্ছে প্রেমের সংলাপ---
কলমে জং ধরেছে,
ভালোবাসাকে ধরতে চলেছে কালির আঁচড়,
রাত বাড়বে,
বাড়বে নিথর ভালোবাসা--
উঠে আসবে আর একটা পোড়ামাটির অশ্রুর খেয়ালী দীপ,
জিতে যাবে নিথর ভালোবাসার অমানবিক অমাবস্যা।
তবুও ফুটবে,ফুল,অশ্বগন্ধা, গোলাপি গোলাপ-
ভাষা ফুটবে চোখে, রঙ জমবে মনে-
ভালোবাসা হবে, ভালো বাসা তো হবেই।।
**********************************