রম্যশোকের গপ্পো - সুসংবাদ

27 2 0
                                    

আচ্ছা, এই শোক বিষয়টা ঠিক কী বা কেমন?
আর এটা ঠিকঠাক বোঝানোর জন্য ঠিক কোন  যুতসই তুলনা দেওয়া চলে?

এমনটা আমায় জিজ্ঞেস করলে বলব,
শোক জিনিষটা যেন এক শিক্ষক। এর মতো করে গুছিয়ে হাতে ধরে ভালবাসা শেখাতে বোধহয় আর কেউ পারেনা...

এক সমুদ্র শোক চিনলে, এক আকাশ ভালো না বেসে আর কী উপায় !

আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৪-এ আসতে চলেছে আমার দ্বিতীয় বই -
"রম্যশোকের গপ্পো"

এবারেও প্রকাশ করছেন প্রকাশক Sourav Bisai  এবং Barta Prakashan , অনেক ধন্যবাদ তাদের।

স্টল নম্বর - ৫১১

আমাকে এ বছরটা বড্ড বেশি ভেঙেছে আবার গড়েওছে বলা চলে। সবশেষে বুঝলাম যে আমি কিছুই বুঝে উঠতে পারিনা, তবে ওই বোঝার চেষ্টাটুকু করতে পারি মাত্র।
এই বইটাও তেমনি একটা চেষ্টা... মানে কিছু একটা লেখার চেষ্টা করেছি আর কি!

আশা করি পাঠকরা এইবারেও এই চেষ্টাটুকুকে গ্রহণ করবেন।

© ঈপ্সিতা মিত্র পুপু

© ঈপ্সিতা মিত্র পুপু

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
1. ইমন-পিয়াসWhere stories live. Discover now