দক্ষিনা বাতাস বহে
বসন্তেরই পরে,পাখি করে কলরব
মধুর সকাল,ভাসিল ধরণি ফুলেরই তরে,
জন কোলাহলে সিক্ত খুশির জোয়ার
বয়ে যায় ধরণি পরে।
ŞİMDİ OKUDUĞUN
বসন্ত/ Spring
ŞiirThis poem captures the beauty and joy of springtime through vivid imagery and a sense of peacefulness. It paints a picture of nature coming to life with blooming flowers, singing birds, and a gentle breeze. The poem conveys a sense of happiness and...
বসন্ত
দক্ষিনা বাতাস বহে
বসন্তেরই পরে,পাখি করে কলরব
মধুর সকাল,ভাসিল ধরণি ফুলেরই তরে,
জন কোলাহলে সিক্ত খুশির জোয়ার
বয়ে যায় ধরণি পরে।