মেলায় পাওয়া মেয়েটি

0 0 0
                                    

মেলায় পাওয়া মেয়েটি 

The Beginning 


সময়টা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। গ্রামে মেলা হচ্ছে। আমি মেলায় ঘুরতে আসছি। আমি মোবাইল টিপছি আর হাঁটছি। পিছন থেকে কে যেন আমার সাথে ধাক্কা খেল। আমি তাকিয়ে দেখি একটা মেয়ে তাড়াহুড়ো করে যেতে গিয়ে আমার সাথে ধাক্কা খেল। 


তার চেহারায় আমার নজর পড়তেই ভীষণ ভালো লেগে যায় তাকে। কি অপরুপ চেহারা! মায়াবী চোখ! কালো ঝলমলে চুল! দেখে মনে হচ্ছিলো কতকাল ধরে যেন চিনি তাকে!! 

আমার হুশ ফিড়লো তার কথার আওয়াজে। ধাক্কা খাওয়ায় সে সৌজন্যবোধ রাখতে sorry বলেনি, বলেছিল তার ফোন নাম্বার zero one seven nine three eight nine three nine zero three. এতো টুকু বলার পর মেলার ভীড়ে হারিয়ে গেল সে। অনেক খুঁজলাম কিন্তু পাইনি। তার গায়ে হলুদ রঙের জামা পড়া ছিল, আর দেখতে পাইনি তাকে। একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরে এলাম। 


পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম। ব্রাশটা হাতে নিয়ে বারান্দায় আসলাম। তারপর যা দেখলাম! নিজের চোখকে বিশ্বাস করানোর মতো না। দেখি গতকালের মেলায় হারিয়ে যাওয়া মেয়েটা সামনের বাড়ির বারান্দায় বসে আছে। সকালের রোদের আলো তার চেহারা ও চুলের উপর পড়েছে। তখন তাকে এতো সুন্দর লাগতেছিল যে যেন একটা হলুদ পরী বসে আছে! আমি দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়ালাম। হাঁপাতে হাঁপাতে তাকে নিঃসংকোচে বলতে লাগলাম: 

গতকাল যখন তোমায় মেলায় দেখেছিলাম তখনই তোমাকে ভালোবেসে ফেলেছি। তারপর মেলার ভীড়ে তুমি হারিয়ে গেলে, অনেক খুঁজেছি তোমায়, আর পাইনি। আমি ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি কিন্তু আবার দেখতে পেয়ে তোমাকে হারানোর ভয়ে এখন ভালোবাসার কথা জানালাম তোমায়।


আমি কথাগুলো এক নাগাড়ে বলে গেছি- একটুও থামিনি। সে আমার অনুভূতিটা মনে হয় বুঝতে পারছে। তেমন রিয়েক্ট করেনি। বলছে এখন দাঁত ব্রাশ করে নাস্তা করে নাও, বিকালে তোমার সাথে কথা আছে। 

মেলায় পাওয়া মেয়েটিWhere stories live. Discover now