শুরু আগে কিছু কথা

106 1 4
                                    

পৃথিবীর কথা বাদই দিলাম, বাংলাদেশের একজন নাগরিক হয়ে এ দেশ সম্পর্কে আমরা কে কতটুকুই বা জানি। এ দেশ সম্পর্কে জানার হয়তো কারও ইচ্ছা আছে, হয়তো কারও নাই। কারও আবার ইচ্ছা আছে সূযোগ নাই। হয়তো কারও কারও ইচ্ছা ও সূযোগ দুটোই আছে। আমার এই দেশ সম্পর্কে জানার একটা তীব্র ইচ্ছা ছিল এবং আছে। কিন্তু সূযোগ পায়নি কোন দিন। আমি সব সময় সূযোগের অপেক্ষায় ছিলাম। আমার আশা ছিল একদিন আমি ঠিকই সূযোগ পেয়ে যাব। আমার এই প্রচন্ড শক্তিশালী ছিল বলেই একদিন এই আশা সত্যিতে রুপান্তরিত হলো। অর্থাৎ আমি এদেশ সম্পর্কে জানার একটা সূযোগ পেয়ে গেলাম। এই সূযোগের সদ্ব্যবহার করবো বলে আমি সূযোগ পাওয়ার সাথে সাথেই সিদ্ধান্ত নিলাম। জানি না আমার এই সিদ্ধান্ত ঠিক না ভূল হয়েছিল। হয়তো ভূল নয়তো নির্ভূল। থাক আর ভূমিকা বাড়িরে কোন লাভ নেই। কারন ভূমিকা দিয়ে তো আর লেখাটা শেষ করতে পারবো না। ভূমিকার সাথে দরকার বিস্তারিত বিবরণেরও। দেখি এমন কিছু বিবরন আপনাদের সামনে তুলে ধরতে পারি কিনা, যাতে আপনারা একটু আনন্দ পেতে পারেন। কোন ত্রুটি হলে বিশেষ করে লেখার বিষয়ে তাহলে মাফ করে দেবেন। কারন আমি কোন কবি নই যে, ভাল ভাবে নিজের ভাব লেখার মাধ্যমে প্রকাশ করতে পারবো। এবার তাহলে আপনাদের অনুমতি নিয়ে মূল ঘটনা শুরু করি।

আমার জীবনের সত্য কথাWhere stories live. Discover now