ভূমিকা

164 4 6
                                    

ওয়েরউলফের বৃত্তান্ত :

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

ওয়েরউলফের বৃত্তান্ত :

আর্কেডিয়ার রাজা চুপচাপ তার অতিথিকে দেখছেন । অতিথিকে দেখে সামান্য মনে হচ্ছে , কিন্তু এই যুগে বলা যায়না , কে সাধারন মানুষ ; আর কে দেবতা । হয়ত ইনিই হারমিস , কিংবা এরিস , কিংবা অলিম্পাসের অধিপতি জিউস ( আমরা যে জিউস লিখি , এটা কিন্তু আসল উচ্চারন নয় ; বরং তার সঠিক উচ্চারন হবে জ্যুস – লেখক ) ।

অবশ্য তাকে দেখে দেবতা মনে হবার কারনও রয়েছে । এই রাতে সে রাজবাড়ির দরজায় আঘাত করেছে , এবং খাবার চেয়েছে । আর্কেডিয়াতে নিশ্চয়ই এমন কোনো লোকও নেই ; যে কিনা রাজবাড়ি চিনেনা । হয়ত দেবতাদের কেউ একজন রাজাকে পরীক্ষা করে দেখতে চায় । সেক্ষেত্রে , ...... রাজা একটু ভাবলেন । একটা পরীক্ষা করা যাক ।

নিজের শয়নঘরে গিয়ে বসলেন তিনি । ঘন্টা বাজিয়ে ভৃত্যকে ডাকলেন । সে আসার পর দুটি নির্দেশ দিলেন । (১) তার পঞ্চাশজন ছেলেকে আনতে ও (২) রাজজল্লাদকে ডেকে আনতে ।

ঘুম ঘুম চোখে বাবার ঘরে যেতে লাগল পঞ্চাশজন রাজকুমার । বাবার ঘরে যেতে যেতে কুকুন জিজ্ঞাসা করল ম্যাকারাসকে , "কিরে , তোর কি মনে হয় ?"

-"কি ব্যাপারে ?? "

-"এই যে , বাবা আমাদের রাতেরবেলা সব ভাইকে ডেকে পাঠালো । নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে । "

সামনে হাঁটতে থাকা পলিকাস বেশ উত্তেজনার সাথে বলল , "আমার মনে হয় বাবা আজকে রাজ্যের উত্তরাধিকারী ঘোষনা করবেন , তাই ডেকে পাঠিয়েছেন । "

-" বলিস কি ?! চল তাড়াতাড়ি । আর শোন , তুই কিন্তু কিছুতেই রাজা হতে পারবিনা , তাই মিথ্যা আশা নিয়ে বসে থাকিস না । আগেভাগেই জানিয়ে রাখলাম কিন্তু , তাই বাবার কথা শোনার পর হতাশ হবিনা । " বেশ দর্পভাবেই বলে ম্যাকারাস ।

You've reached the end of published parts.

⏰ Last updated: Sep 20, 2016 ⏰

Add this story to your Library to get notified about new parts!

Adventures of Dragomor--- the search for the white stoneWhere stories live. Discover now