ক্যারেন্ট চলে যায়।
মুহুতে রাসেদকে গ্রাস করে এক অজানা ভয়।
হাত পা গুলো অবোশ হয়ে আসছে তার।রাসেদ অনেক চেষ্টা করছে সাহস ফেরাবার।
কেননা ছোটবেলা থেকে সে অনেক সাহসী ছিল।কিন্তু এখন তার কি হল সে নিজে বুঝতে পারছে না।হঠাৎ রাসেদ এর চোখ গেল জানালার দিকে।
কে যেন মুখে কাপড় দিয়ে রাসেদ এর দিকে আসছে।
রাসেদ আর ভাল করে লক্ষ্য করল লোকটির হাতে একটা কুড়াল। রাসেদ বুজতে আর বাকি রইল না। রাসেদ দ্রুত বের হল চেম্বার থেকে।
কিন্তু অন্ধকারে কিছু দেখা যাছিল না। তবুও নিজের অজান্তে সে দৌড়াতে লাগল। হঠাৎ কিসে জানি হৌচ্চট খেল সে।
মুখ থুবড়ে পড়ল মাটিতে। মাথার ডান পাশটা খুব ব্যাথা করছে তার। চোখে সব কিছু গোলা হতে লাগল।
জ্ঞান হারাল রাসেদ।।