রক্তের কালিতে লিখতে হবে বলে, লাশের গন্ধে আর স্বজন হারানোদের কান্নায় বিহ্বল হয়ে যাব বলে, গণমাধ্যম কর্মীদের ক্যামেরার তীব্র ফ্ল্যাশে চোখ জোড়া জ্বালা করবে বলে-লিখতে চাইনি অবহেলিত ইতিহাসের বিস্মৃত যন্ত্রনাময় শব্দগুলো।
মুঠোফোনে রবিনকে বলতে গিয়ে যদি গলার কাছে শব্দগুলো এসে দলা পাকিয়ে যায়, যদি কিছু বুঝে ওঠার আগে নির্লজ্জের মত মিনিট খানেক দাড়িয়ে থাকতে হয়- তাই লিখতে চাইনি কোন কিছুই।