নিনীকা -২২

1.4K 43 0
                                    



রিসিপশান পর্যন্ত রওনক কোনো কাজ রাখেনি।তাঁর মানে হলো, এরপরের কিছুদিন সে দম ফেলতে পারবে না। দিন-রাত কাজ! এর মধ্যে কয়েকটা চ্যানেল ইন্টারভিউস চায়! ডক্টর নিনীকা যেতে চাইবে কিনা কে জানে? শাওয়ারটা শেষ করে রওনক তোয়ালে পড়েই, দরজা খুলে উঁকি দিলো। নিনীকা ঘরে নেই! বাহ্ রিলাক্সে থাকা যাবে একটু।

রেবেকা শুয়েছিলেন রুম অন্ধকার করে। নিনীকা নক করতেই, দরজা খুললেন,বললেন,
-------একটু পরই অামি যেতাম তোমার ঘরে। বাড়িটা সম্পূর্ণ ফাঁকা হবার অপেক্ষায় ছিলাম।
নিনীকা ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে অালোটা জ্বাললো। রেবেকার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় বসলো,
-------এত কেনো ভয় পান অাপনি? দেখলেন তো, সব ঠিকঠাক হলো!!রওনক সব সামলেছে; একটা মানুষও কিচ্ছু বুঝতে পারেনি।
------ও তোমাদের বাড়ির লোকেরা করে দিলো বলে! তোমার পাপা যে কি ভালোবাসে তোমায়! অামার ধারে বসে কেঁদে গেলেন একচোট!!
নিনীকা উঠে গিয়ে দেয়ালের ছবিটার দিকে তাঁকালো, ছোট্ট রওনক, মায়ের চুলের একটা বেণী ধরে কামড়াচ্ছে।
------এই সময় রওনকের বয়স কত ছিলো, অান্টি?
রেবেকা অালমারি খুলে কিছু একটা বের করছিলেন; না তাকিয়েই বললেন,
------ তখন অাটমাস বোধহয়। নতুন দাঁত উকি দিয়েছে, যা পায় তা-ই কামড়ায়! চুল খেয়ে ফেলারও চেষ্টা।
-------এই ছবিটার একটা কপি করে নিয়ে রাখবো কিন্তু অামার ঘরে।মমতাময়ী মা-হাস্যজ্জ্বল সন্তান! ঘরে অন্যরকম ভালোলাগা ঘিড়ে অাছে ও জন্য।অান্টি রওনকের বড়বেলার ছবি রাখেননি কেনো?

রেবেকা নিনীকার কাছে এসে দাঁড়ালেন।অাওয়াজ নিচে করে বললেন,
------- বড় রওনকটা তো তোমার, মা।তুমি রেখো।
নিনীকা মিষ্টি করে হাসলো।
-------অাপনি কত বুদ্ধি করে কথা বলেন!!

--------বুদ্ধি অার কই? অামার সারাদিন খুব ভয় করছিলো, যদি ও'র কোনো ফুফু এসে বাগরা দেয় বিয়েটাতে। রিমি অাসলেও ঝামেলা ছিলো। রাগ করায় ভালো হয়েছে।
--------রিমি অাপা কি সত্যিটা জানে??
------ও'র তো জানার দরকারও নেই, দাদু ফুফুদের সাথে সম্পর্ক রেখে ভালোই অাছে। শুধু রওনকের জানার দরকার ছিলো।ও'র বড় হবার দরকার ছিলো! অাজ অামিও মুক্তি পেলাম।
তোমরা খাবে কখন মা?
------এখনি খাবো।অাপনার ছেলে কখন খায়?
-------রওনকের কি কিছু ঠিক অাছে বলো? অামি সব রেডী করতে বলি, তুমি ডেকে অাসো একবার।
নিনীকা মাথা নেড়ে হাসলো।
------- ইলা হুট করে চলে গেলো কেনো? বাসায় এসেছিলো?

নিনীকাWhere stories live. Discover now