"মায়ের কাছে চিঠি"

40 3 0
                                    

প্রিয় আম্মু,,,
প্রীতি ও সালাম জানায় আমার অন্তর থেকে।আশা করি ভালো আছো সবাইকে নিয়ে।আমার হৃদয়ের অপরুপ সৌন্দর্যের মধ্য থেকে একটুখানি সৌন্দর্যের সৌরভিতো দিলাম তোমায় আপন করে।
আমি তো কোনোদিন দিতে পারি নাই ভালোবাসা নামের মাঁয়াজালটা।কখনো কাজে কর্মে দেখাইতে পারি নাই ভালোবাসি কতটা তোমাকে।তাই আদো মনের মধ্যে নিবৃত্ত রয়েছে আমার ভালোবাসা।কেবল মুখোপানে স্বীকার করেছি,,বলেছি মনে মনে ভালোবাসি তোমায় অন্তরের অন্তঃস্থল থেকে।মাঝে মাঝে আনমনা হয়ে বলেছি তোমার জন্য দিতে পারি আমার সব কিছু উজাড় করে।
কিন্তু মজার ব্যাপার কি জানো আম্মু?
আমি কখনো মুখ ফুটে বলতে পারি নাই কতোটা ভালোবাসি তোমায়।আজ হয়তো
মনটা খুব উতলা হয়েছে মনের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসার কথা প্রকাশ করতে। জানিনা আম্মু কতোটা বিশ্বাস করবে তুমি।আমার মনটা এতই সরল যে,কোনো কিছুর প্রতিবাদ করতে গিয়ে করতে পারি না।,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
তোমার সেই চাঁদের মতো মিষ্টি মুখটা যখন আমার সামনে এসে হাজির হয় তখন সব কিছু ভুলে যাই উন্মোনা হয়ে।

আজ গভীর রাত্রিতে সহসা মনে পড়ে
গেলো তোমার দেওয়া প্রতিদিনের বকা-ঝকা।খুব গভীর ভাবে হাসি পাচ্ছিলো আমার,আসলে হাসি কিনা জানিনা,অনেকটা অশ্রুজল ভেসে এলো সাদা কাগজে।আজকের এই রজনীটা আমার চিরো চেনা।আমার জীবনজ্যোতি আঁধারে আলোয় ভরপুরে উজ্জ্বলিত।
স্নেহধারী অপরুপ তুমি তোমার স্নেহার্থী হলাম আমি।আমার নিবৃত্ত অন্তর জ্বালাময় রুপ নিয়েছে। আমার অন্তরটার ভেতরে কেমন জানি হাহাকার করে আম্মু।কোনো কিছু ভালো লাগে না আমার।এত কাছে তুমি তবুও কেন জানি মনে হয় কত দুরে আছো অজানাতে।
আর একটা কথা কি জানো আম্মু?
সেদিন যখন আমায় দুধ জাল দিতে বলেছিলে তখন আমি দুধ সিদ্ধ করতে করতে গিয়ে কল্পনাই বিভুর হয়ে মনের অজান্তে সব দুধ টুকু উতলে আমার হাতে এসে পড়েছিলো।তখন জ্বলসে গেলো আমার হাত।সেকি কান্না তোমার। আমি রাঁধতে জানিনা বলে কতো বকা-ঝকা করো তুমি,আমি ভেবে ছিলাম সেদিন আমায় খুব বকবে কিন্তু আমাকে তো বকো নাই।
কেবল আরো অশ্রুজল নেমে এলো তোমার নয়নে।অবাক মনে অশ্রুস্নাত হলাম ভালোবাসা কাকে বলে সেদিন বুঝেছিলাম।
আম্মু আজ বড় ক্লান্ত আমি।দোয়া করিও আমার জন্য যেন নিজের পায়ে দাড়িয়ে নিজেকে প্রমান করতে পারি।তোমাদের সুখের সংসারে যেন সম্মান বইয়ে আনতে পারি।সবার প্রতি রইলো অকৃতিম ভালোবাসা আর শ্রদ্ধা।।ছোটদের প্রতি স্নেহময় ভালোবাসা রইলো।।
ইতি তোমার আদরের মেয়ে
মরিয়ম

You've reached the end of published parts.

⏰ Last updated: Jun 25, 2018 ⏰

Add this story to your Library to get notified about new parts!

"মায়ের কাছে চিঠি"Where stories live. Discover now