পর্ব ১

1 0 0
                                    

একি যন্ত্রণা!  এমন ও হয়!!  নাকি শুধু আমি ই ব্যতিক্রম।নিজেকেই বলে সান্দ্রতা....

ঘুম হচ্ছে না ভালো কথা জেগে ও উঠতে ইচ্ছা হচ্ছে না।এমন ছাড়া ছাড়া ঘুমে অস্বস্তি বাড়ে আরো।এমনি রাতটা কাটলো অপেক্ষায় তার উপর ঘুমের এ হাল।ঔষধ ও কাজ করে না কেন?মাঝে মাঝে মনে হয় আমি স্বাভাবিক মানুষ তো?  নাকি অন্য কোনো গ্রহ থেকে আনা হয়েছে।প্রতি দশ মিনিট পর পর চোখ খোলা আর বন্ধ করা এর নাম হচ্ছে ঘুম।শুয়ে শুয়ে কেবল ভেবেই যাওয়া এটা করি ওটা করি......থাক ছাদে যাই!!!

ও যদি ও ভয় পাচ্ছে যে উঠলে ওকে কাজে লাগিয়ে দেয়া হয় কি না.....এতো সকাল সকাল কাজে লাগতে ইচ্ছে করে না ওর....মুখই ধু্ঁতে ইচ্ছে করে আবার সাংসারিক কাজ....ও ভাবে জীবনটা এমন কেনো....মেয়ে হওয়াটাই ঠিক হয়নি....কেনো হলাম মেয়ে.....তার চেয়ে পাখি হতো। এতো চিন্তাই থাকতো না....বাসে চেপে কলেজে যাওয়ার তাড়া থাকতো না.....রাস্তা পাড় হওয়ার ভয় থাকতো না....উড়ে উড়ে কাটায় দিতো দিন আর রাতে ঘুমের বদলে অন্য কিছু করার অনুমতি যদি পাওয়া যেতো।তবে কি খুব বেশি মন্দ হতো? অবশ্য পাখি হলে একটা অসুবিধে হতো।তা হলো শিকারীর ভয়। তবে সব পাখিরা তো আর বন্দী থাকে না বা শিকারীর হাতে মরে না। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলে ও মানুষ ই আবার কোনো কোনো ক্ষেত্রে খুবই অসহায়।

आप प्रकाशित भागों के अंत तक पहुँच चुके हैं।

⏰ पिछला अद्यतन: Jun 17, 2019 ⏰

नए भागों की सूचना पाने के लिए इस कहानी को अपनी लाइब्रेरी में जोड़ें!

বিক্ষিপ্ত মনजहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें