একজন সঙ্গে ছিলো

85 3 1
                                    

#গল্প
#একজন_সঙ্গে_ছিলো
#লেখাঃনিপা
পর্ব-১
রিকশায় বসে একটু পর পর ঘড়ির দিকে তাকাচ্ছে রিশিতা। ওর বাসা থেকে হসপিটালের দূরত্ব গাড়িতে মাত্র ১৫ মিনিট। রিকশায় না হয় তার থেকে একটু বেশী সময় লাগবে!  ১ ঘন্টা যাবত ও বসে আছে রিকশায় কিন্তু এখনও হসপিটালের কাছাকাছিই যেতে পারেনি। শহরের এই বিরক্তিকর যানযট দিন দিন খুব অসহ্যকর মনে হচ্ছে রিশিতার কাছে, মাঝে মাঝে খুব ইচ্ছা হয় সবকিছু ছেড়ে গ্রামের দিকে গিয়ে থাকতে। আরও কিছুক্ষণ বসে থেকে রিশিতা রিকশা থেকে নেমে গেলো।
-মামা নিন আপনার ভাড়া।
-মাঝপথে  নাইম্মা গেলে একশ টাকা দেওন লাগবো।
-মানে কি? আপনার যা ভাড়া তার থেকে তো বেশী দিলাম।
-রাস্তার অবস্থা দেকছেন? এহন আফনে রিকশা ছাইড়া দিয়া গেলে আমার তো লাভের লাভ কিছুই হইব না।
প্রচন্ড মেজাজ খারাপ নিয়ে একশ টাকার একটা নোট বের করে দিয়ে হাটতে শুরু করলো রিশিতা।
আজকের দিনটা শুরুই হয়েছে একটার পর একটা খারাপ সংবাদ দিয়ে। সকাল বেলা উঠেই জানতে পারলো কাজের মেয়েটা কয়েক হাজার টাকা আর ওর শাশুড়ির সৌদি থেকে আনা জায়নামাজ নিয়ে পালিয়ে গেছে। বাড়িতে দুটো গাড়ি দুটোই কয়েকদিন ধরে নষ্ট হয়ে পরে আছে অথচ সেকথা একবার কেউ ওকে জানায়ও নি।
রিশিতার স্বামী তাহমিদ বিজনেস ট্রিপে দেশের বাইরে গেছে। তাই একা হাতে বাচ্চা, সংসার, চাকরি সবকিছু সামলাতে হিমশিম খাচ্ছে। তাও ভালো ওর শাশুড়ি অন্য শাশুড়িদের মতো নয়, কোনো কিছুতে তার কোনো অভিযোগ নেই। না হলে যে কি হতো!
হসপিটালের সামনে এসে হঠাৎই মনে পরলো রিশিতার যে, আজ না খেয়েই বেরিয়েছে। ওষুধগুলো খাওয়ার জন্য হলেও কিছু খাওয়ার দরকার। রোজ রোজ ওষুধ খেতে একদম ভালো লাগেনা রিশিতার, তাই ও ভেবে রেখেছে এবার তাহমিদ আসলে বলবে যে, এই ওষুধগুলো আর খাবে না। পৃথিবীর কোনো ওষুধই ওর অসুখটাকে ঠিক করতে পারবে না।

কেএফসি তে বার্গার আর কোল্ড কফি অর্ডার করে অপেক্ষা করছিলো তখনই শুনতে পেলো যে কেউ একজন ওর নাম ধরে ডাকছে। কন্ঠস্বরটা বেশ পরিচিত মনে হলো ওর কাছে, পিছনে তাকিয়ে এক পলক দেখেই মুহূর্তের মধ্যে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। শুধু কন্ঠস্বর নয় মানুষটাও যে ওর পরিচিত! পরিচিতর থেকেও বেশী কিছু ছিলো একসময়। রিশিতা অস্পষ্ট গলায় বলল, প্রনব!!!
প্রনব হাসতে হাসতে এসে রিশিতার সামনে এসে বসল।
-ও মাই গড রিশিতা তুমি! আমি ভাবিইনি যে তোমার সাথে দেখা হবে। ভালো আছোতো?
রিশিতা মাথা নাড়লো।
কিছুসময় দুজনেই চুপচাপ বসে থাকলো। রিশিতা কোনো কথা বলছে না দেখে প্রনব আবারও জিজ্ঞেস করলো, আমি কেমন আছি জিজ্ঞেস করবে না?
রিশিতা কঠিন গলায় উত্তর দিলো না!
প্রনবের মনটা খারাপ হয়ে গেল। আজ এতোগুলো বছর পর দুজনের দেখা হলো অথচ রিশিতা একটু সৌজন্যতা দেখানোর প্রয়োজন করলো না!!
রিশিতার খাবার এসে যাওয়ায় ও খেতে শুরু করলো এর মধ্যে একবারের জন্যেও প্রনবের দিকে তাকালোও না। প্রনব আবারও জিজ্ঞেস করলো,
-এখন কি করছো?
রিশিতা ভ্রু কুচকে প্রনবের দিকে এক পলক তাকিয়ে বলল, কি করছে দেখছো না? খাচ্ছি তো!
প্রনব থতমত খেয়ে বলল, না মানে আমি জিজ্ঞেস করছি যে,  চাকরি করছো না সংসার করছো?
রিশিতা খাওয়া বন্ধ করে প্রনবের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, কোন সংবিধানে আছে যে চাকরি আর সংসার একসাথে করা যাবেনা?
প্রনব ওর থেকে ঠান্ডা গলায় বলল, এতো বছর দেখাটা তো হুট করে হয়ে গেলো, একটু কি নরমাল আচরণ আমি আশা করতে পারিনা?
রিশিতা কিছু না বলে কফি খাওয়ায় মন দিলো। প্রনবের দিকে না তাকিয়েই জিজ্ঞেস করলো,
-দেশে থাকা হয়না?
প্রনব মুখে হাসির রেখা টেনে বলল, না। আমি এখন ইটালি থাকছি, সেখানেই বিজনেস আছে।
টিস্যু পেপার দিয়ে মুখ মুছতে মুছতে রিশিতা জিজ্ঞেস করলো, মিম কেমন আছে?
প্রনব অপরাধী ভঙ্গিতে বলল, মিমের সাথে আমার বিয়েটা হয় নি রিশিতা।
-ওহ! আমি তো শুনেছিলাম মিম স্টামফোর্ড ইউনিভার্সিটিতে পড়ছিল। আর বাবার তো টাকাও ছিলো ওর।
-তুমি নিজের কথা বলো রিশিতা। তুমি কিন্তু অনেক বদলে গেছ, অবশ্য বদলানোর কথাই কারণ সময় তো আর থেমে নেই। আগের মতোই সুন্দর আছ তবে অনেক রোগা হয়ে গেছ।
রিশিতা হেসে বলল, ৭০% বিবাহিত পুরুষদের অন্যের বউকে ভীষণ সুন্দর লাগে।
প্রনব হতভম্ব হয়ে তাকিয়ে রইলো। রিশিতা যখন বিল পে করতে যাবে তখন প্রনব বলল,
-আমি দিয়ে দিচ্ছি।
রিশিতা ক্ষিপ্ত হয়ে বলল, তুমি কেন দেবে? আমাকে কি তোমার ভিখারী মনে হচ্ছে?
পরিস্থিতি বিগড়ে যাচ্ছে দেখে প্রনব বাইরে এসে দাড়ালো।  রিশিতা বের হতেই প্রনব বলল,
-এরকম অশোভন আচরণ কি না করলেই হতো না? হ্যাঁ মানছি আমরা একসময় রিলেশনশিপে ছিলাম, কিন্তু তার আগে তো আমরা বন্ধু ছিলাম।
-তুমি কখনও আমার বন্ধু ছিলে না। আর এখন আমাকে দেখে তোমার হরমোনে যে সুড়সুড়ি হচ্ছে সেটা কি আমি বুঝতে পারছি না ভেবেছ?
কথাগুলো বলে আর একমুহুর্ত দাড়ালো না রিশিতা।
রিশিতার যাওয়ার পানে একরাশ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে প্রনব। এই কি সেই মেয়ে যাকে কলেজে প্রথমদিন দেখে সারারাত ঘুমাতে পারেনি ও। এতো বদলে গেছে? সময় মানুষকে এতো বদলে দেয়?

You've reached the end of published parts.

⏰ Last updated: Jun 23, 2019 ⏰

Add this story to your Library to get notified about new parts!

একজন সঙ্গে ছিলো Where stories live. Discover now