আমার প্রিয়ন্তি

41 1 0
                                    

সংক্র‌মিত হব তাই ঘর বন্ধী
আমার অপেক্ষায় আমার প্রিয়‌ন্তি।
কাব্যিক কার্য‌ে ছন্দপতনের কারণ কি?
নয়ন‌ জোড়ায় মন‌ ক‌রে‌ছে অশা‌ন্তি।
ঘন কা‌লো চু‌ল‌ে যেন অন্য রকম সুগন্ধী,
কপা‌লের কালো টি‌পটাই যেন প্রশা‌ন্তি।
এক পলক দেখার তা‌রে র‌া‌খি‌নি অ‌ন্তি,
হৃদ‌মো‌হিনী তো‌কে দে‌খেই হব ত‌বে শা‌ন্তি।

নি‌ভি কাব্যWhere stories live. Discover now