সংক্রমিত হব তাই ঘর বন্ধী
আমার অপেক্ষায় আমার প্রিয়ন্তি।
কাব্যিক কার্যে ছন্দপতনের কারণ কি?
নয়ন জোড়ায় মন করেছে অশান্তি।
ঘন কালো চুলে যেন অন্য রকম সুগন্ধী,
কপালের কালো টিপটাই যেন প্রশান্তি।
এক পলক দেখার তারে রাখিনি অন্তি,
হৃদমোহিনী তোকে দেখেই হব তবে শান্তি।

YOU ARE READING
নিভি কাব্য
Poetryমাঝে মাঝে কবিতা লিখার চেষ্টা করি। আমার সব কবিতা গুলোকে এইখানে অন্তরভুক্ত করার ইচ্ছা আছে। আশা করি সবার ভালো লাগবে