SmritirEsrat
পর্ব - ১: প্রথম দেখার চুপচাপ ভালোলাগা
২০১৯ সালের কোনো এক শীতল সকালের গল্প।
একটা বিতর্ক প্রতিযোগিতা চলছিল, অনেকের ভিড়ের মধ্যে আমি তাকিয়ে ছিলাম মঞ্চের দিকে।
হঠাৎ করেই চোখ আটকে গেল তার দিকে।
না, তেমন হ্যান্ডসাম না... কিন্তু তার কণ্ঠ, তার কথা বলার ধরন... যেন মঞ্চে আলো এসে পড়েছিল শুধু তার উপরেই।
সে যখন যুক্তি সাজিয়ে বলছিল, মনে হচ্ছিল শব্দগুলো ঠিক আমার হৃদয়ে গিয়ে আঘাত করছে।
তাকে দেখে নয়, তার বলার ভঙ্গি, চোখের স্থিরতা, আত্মবিশ্বাস-সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি কাজ করছিল।
প্রতিযোগিতা শেষে অনেক কথার ভিড়ে শুনলাম-সে কারো প্রেমে আছে।
ভীষণ কেয়ারিং একটা সম্পর্ক।
তখন মনে হল, আমার এই একতরফা ভালোলাগাটুকু আমার মনেই থাকুক।
কারণ, তার জীবনে হয়তো আমি কোনো পাতাই নই।
এই ছোট্ট অনুভূতিটুকু চুপচাপ রেখে দিলাম স্মৃতির এক কোনায়।
ভাবছিলাম, হয়তো এইটুকুই।
হয়তো আমার আর তার পথ কখনও মেলেই না।