[ করোনা ভাইরাস নামক মহামারীর দৌলতে এই প্রজন্মের সন্তান-সন্ততীরা কোয়ারেনটাইন শব্দটির সঙ্গে পরিচিত হল ]
কোয়ারেনটাইন কোয়ারেনটাইন কোয়ারেনটাইন
নও তুনি মোর আন্তরিক প্রিয় ভ্যালেনটাইন
তোমার জন্মই হয়েছে মানুষকে আইসোলেট করতে...সেই জন্যই তুমি হলে মহামারীর প্রিয়
ভ্যালেনটাইন...সংক্রমিত রোগের একান্ত আশ্রয়...আজ দেশে দেশে অতি মারী
করোনার ঘায় জগৎ সমাজ যখন জর্জরিত
তখন তোমাকে আশ্রয় করেই আক্রান্ত হয়
নির্বাসিত তোমাতে, সত্বর নিরাময়ের আশায়।তুমি হলে আক্রান্ত রোগীর একমাত্র আবাস,
সমাজ মাঝারে সংক্রমন প্রতিহত করার নিরিখে...আবার তোমারই চারি দেওয়ালে আবদ্ধ কক্ষে অসুস্থ রোগী,চিকিৎসা মাধ্যমে
আরোগ্য লাভ করে ফিরে আসে মূল সমাজস্রোতে...তোমার জবাব নেই কোয়ারেনটাইন...সুস্থ মানুষ তোমার নাম শুনলেই নাক সিঁটকায়...কিন্তু তাকেই একদিন
তোমার কাছেই আসতে হয় অতি মহামারীতে
আক্রান্ত হয়ে...আত্মীয় স্বজন পরিবৃত জগৎসমাজ থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে।
তুমি হলে মহামারী আক্রান্ত মানুষের আঁতুড়ঘর।
YOU ARE READING
" কোয়ারেনটাইন "
Random[ করোনা ভাইরাস নামক অতি মহামারীর দৌলতে এই প্রজন্মের সন্তান-সন্ততীরা কোয়ারেনটাইন শব্দটির সঙ্গে প্রথম পরিচিত হল ]