রাফসান,অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র। সাধারণত তার রোল এক-দুইয়ের মধ্যেই থাকে।স্কুলের সবাই তাকে এক নামে চিনে,তার প্রতিভার কারণে।
চার-পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে অধ্যক্ষ মহোদয় খুব ভালো ভাবেই চিনেন। কারণ,সে একজন কবি ও লেখক।তার লেখা গল্প-কবিতা বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে ছাপা হয়।যে কারণে স্কুলের সুনাম বৃদ্ধি পায়।
রাফসানের প্রিয় মানুষ হলো ওর বাবা। তাঁর মাধ্যমেই ওর এগিয়ে যাওয়া।মা নেই,রাফসানকে জন্ম দেওয়ার পরপরই মারা যান।খুব মনে পড়ে মাকে,কিন্তু তার বাবা কখনোই তাকে তার মায়ের অভাব বুঝতে দেননি।
রাফসান বাবার কাছে এমন কিছু আবদার করে না,যা দেয়া তাঁর পক্ষে অসম্ভব।
তবে তার প্রতিদিনের দু'টি সাধারণ আবদার আছে।সেগুলো হলো-
বিকালবেলা একটা গান শোনানো আর রাতে ঘুমানোর সময় একটা গল্প বলা।
YOU ARE READING
রাফসানের বাবা(Story)
Short Storyছোটবেলায় মাকে হারিয়ে বাবার কাছে বড় হয়েছে রাফসান।বাবাকে খুব ভালোবাসে সে।তার আদর্শ হলো তার বাবা।