তিনি রাফসানকে জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন?কোনো সমস্যা?শরীর খারাপ নাকি?
এতো প্রশ্ন শুনে রাফসান নিজেকে আর সামলে রাখতে পারে না,কেঁদে ফেলে।
সে বাবাকে জড়িয়ে ধরে আর বলে উঠে,"বাবা,তুমি কত ভালো!আমার একটু কষ্ট সইতে পারো না।সামান্য চোখের পানি চিন্তিত হয়ে গিয়েছো। আমি তোমাকে খুব ভালবাসি,বাবা।
খু-উ-উ-উ-ব ভালবাসি।"
YOU ARE READING
রাফসানের বাবা(Story)
Short Storyছোটবেলায় মাকে হারিয়ে বাবার কাছে বড় হয়েছে রাফসান।বাবাকে খুব ভালোবাসে সে।তার আদর্শ হলো তার বাবা।