ইন্জিনিয়ার ফরিদুল ইসলামের রোমান্টিক কবিতা : ❤️ ভালবাসা কমে না ❤️
ভালবাসা যদি অবাস্তব কোন স্বপ্ন হয়
সেই স্বপ্নই যেন প্রতিমুহূর্তেই দেখতে পাই,
ঘৃনা যদি কোন দৃষ্টিভঙ্গি হয়
সেদিকে যেন ভূলেও না তাকাই।
ভালবাসা যদি কোন ভূমিকম্প হয়
সেই কম্পনেই কম্পিত হতে চাই,
ঘৃনা যদি সাগরের ঢেউ হয়
সে ঢেউযে গা ভাসানোর কোন ইচ্ছে নেই।
ভালবাসা যদি রুপকথার গল্প হয়
বারংবার সেই গল্পই শুনতে চাই,
ঘৃনা যদি কোন বিখ্যাত উপন্যাস হয়
সেটা পড়ার সময় আমার নাই।
ভালবাসা যদি জলন্ত আগুন হয়
সেই আগুনেই দগ্ধ হতে চাই,
ঘৃনা যদি আগুনের ফুলকি হয়
তাকে যেন কখনোই ধরা না দেই।
ভালবাসা যদি কোন সিংহাসন হয়
অনাদিকাল রাজত্ব করুক আমিতো সেটাই চাই,
ঘৃনা যদি ক্ষুধার্ত হয়
অনাহারেই থেকে যেতে চাই।
ভালবাসা যদি কোন দ্বন্দ্ব হয়
হেরে গিয়েই জিতিয়ে দিতে চাই,
ঘৃনা যদি কোন ছন্দ হয়
সুরের খরচায় গান বানানোর কোন ইচ্ছাই নাই।
ভালবাসা যদি কোন শক্তি হয়
আরো বেশি শক্তিশালী হতে চাই,
ঘৃনা যদি কোন কৌশল হয়
কখনোই যেন ঠকে না যাই।
ভালবাসা যদি মহাসমুদ্র হয়
সাঁতার কেটেই পাড়ি দিতে চাই,
ঘৃনা যদি এভারেস্টের সর্বোচ্চ চূডাও হয়
বিশ্ব রেকর্ড গড়ার পরিকল্পনাও নাই।
ভালবাসা যদি কোন কারাগার হয়
আমরন সাজায় বন্দি জীবন কাটাতে চাই,
ঘৃনা যদি বিশ্ব ভ্রমণের অনুমতি হয়
ভ্রমনের কোন নেশাই আমার নাই।
ভালবাসা যদি বেশিই মিষ্টি হয়
ডায়াবেটিস রোগী হলেও কিঞ্চিৎ দ্বিধাও নাই,
ঘৃনা যদি ক্যান্সারের ঔষধ হয়
সে ঔষধ খেয়ে বাঁচার ইচ্ছা নাই ।
ভালবাসা যদি অন্ধ হয়
অন্ধত্বকে বরন করতে প্রস্তুত সর্বদাই,
ঘৃনা যদি আলোকরশ্মি ছড়ায়
সে আলোতে চক্ষু মেলার সামর্থ্যই নাই।
ভালবাসা যদি কোন হাসপাতাল হয়
সেখানে পারমানেন্ট একটি বেড আমার চাই,
ঘৃনা যদি এক্সেরে মেশিন হয়
হৃদয় ভেঙ্গে গেলেও এক্সেরের দরকার নাই।
ভালবাসা যদি কোন ব্যক্তি হয়
সেটাই যেন আমি হই,
ঘৃনা যদি কোন ব্যক্তি হয়
আমিতো সেই ব্যক্তি নই।
ভালবাসা !.... সেতো হৃদয়ে এসে বসে যায়,
যতটাই ভাগাভাগি করি--পুনরায় পূরন হয়ে যায়।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❣️লেখক: ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম ❣️