মেঘর নোলক

12 1 1
                                    

____________

স্টেশনে ১ ঘন্টা দাড়িয়ে থাকার পর যখন সায়াহ্ন না এসে নিজের  বন্ধুকে পাঠালো,তখন ইনসিয়ার চোখ-দুটো ছলছল করে উঠলো। নিজের অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত অশ্রুকণা গুলো খুব সাবধানে আড়াল করে নিজেকে সামলে জিজ্ঞেস করলো ইনসিয়া ,

"আপনি জয় ভাইয়া না ? "-ইনসিয়া
সামনে থাকা সুদর্শন পুরুষটি মুচকি হেসে উত্তর দিলো,
"হ্যাঁ, তুমিতো আমাদের না দেখেই চিনতে পেরেছো"-

উত্তরে ইনসিয়া শুধু মিষ্টি করে হাসলো। দুজনে স্টেশন থেকে এগিয়ে ট্রেনে উঠলো। ট্রেনে উঠে কিছুটা অবাকই হলো ইনসিয়া!
পুরো একটা খালি কামরাই বুক করা ,

" আমারা দুজনই শুধু এখানে? "-ইনসিয়া

" হ্যাঁ,কি করবো? সায়াহ্ন আগেই বুক করে রেখেছিলো তোমার সুবিধার জন্য "-জয়।

মূহুর্তেই ইনসিয়ার মুখটা উজ্জ্বল হয়ে গেলো। জয় এরও নজর এড়ায়নি ব্যাপারটা। মেয়েটাকে দেখার আগে  জয় এর সুক্ষ্ম ধারণা ছিল মেয়ের মাথায় সমস্যা!  সাইকো মনে হতো!
কিন্তু এখন স্বাভাবিকই লাগছে । 
ট্রেন ছেড়ে দেওয়ার  আগে জয় কিছু চিপস,চকলেট নিয়ে নিলো। প্রায় ৮ ঘন্টার জার্নি। ইনসিয়ার দিকে এগিয়ে দিতে মেয়েটা খুশি হয়ে বললো,

" ধন্যবাদ ভাইয়া,কিন্তু আমার ব্যাগেই এগুলো আছে দরকার পরলে নিয়ে নেবো"-ইনসিয়া

জয়ও কিছু না বলে শুধু হাসলো।
জয় এর মন শুধু একটা ভাবনাতেই আটকে,,

"সায়াহ্ন কীভাবে এতো বোকামি করছে, আর মেয়েটাও পাগল নাকি? সায়াহ্ন বললো আর যেতে রাজি হয়ে গেলো"

কিছুক্ষণ পর হঠাৎই ইনসিয়া বলে উঠলো,,

"ভাইয়া একটা কথা বলি ? আপনারা বন্ধুরা সবাই ভাবছেন হয়ত আমায় সায়াহ্ন বললো আর আমি কেন রাজি হলাম যেতে?
আসলে আমি হয়তো এরপর কখনো আর সুযোগই পাবোনা সায়াহ্নের সাথে দেখা করার , তাই জন্যই যেতে রাজি হলাম।" -ইনসিয়া

"তাও ঠিক, তুমি দেখা করতে চাইলেও সায়াহ্ন পারবে না।,,,, আচ্ছা এগুলো বাদ দাও তুমি এখন কী করছো?"- জয়

" এইতো এবার আমি ৩য় বর্ষের ছাত্রী আর পাশাপাশি ইউটিউব এর ওই ছোট্ট ডান্স চ্যানেল।  "-ইনসিয়া

You've reached the end of published parts.

⏰ Last updated: Aug 19, 2021 ⏰

Add this story to your Library to get notified about new parts!

মেঘের নোলক Where stories live. Discover now