শারদ পত্র
তোমাকে আমি প্রথম দেখেছিলাম একটা শারদপ্রাতে।তখন মনে হয়ে সাল ১৯৭০। তখনও যুদ্ধ শুরু হয়নি। তুমি বসে ছিলে একটা প্রকাণ্ড শিউলিতলায়।তোমার সাথে ছিল একটা হারমোনিয়াম। তুমি রবীন্দ্র সংগীত গায় ছিলে। ' আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী.......... তুমি থাক সিন্ধুপাড়ে... ওগো বিদেশিনী............. তোমায় দেখেছি শারদ প্রাতে তোমায় দ...