-আম্মু? এই লোকটার কি নিজের ঘর নেই? যখন তখন এখানে এসে পড়ে। আর হ্যাঁ লোকটার কি হাত নেই? তোমার কেনো খাইয়ে দিতে হবে? আমাকে তো চার মাসে একবারো খাইয়ে দাওনা। আর মা, তুমি জানো ও আজকে আমার চকোলেট মিল্ক খেয়ে ফেলেছে। অন্তু ছেলেটা দুষ্টু। অনেক ফাজলামো করে। তার মা একটা মেয়ে চেয়েছিল কিন্তু হয়েছে ছেলে। অপর দিকে অধরা শান্তশিষ্ট। যদিও মাঝে মাঝে বাচ্চাদের মত হয়ে যায়। অধরার মা চেয়েছিল ছেলে, কিন্তু পেয়েছে মেয়ে। ছোটবেলা থেকেই অধরা অন্তুকে পছন্দ করতো না, অন্তুও অধরাকে পছন্দ করতো না। ওদের বাবা মাও চেয়েছে ওদের বন্ধুত্ব করাতে কিন্তু সফল হয়নি। ঊষার বড় বোন উর্মি আপুর বিয়েতে প্রথমবার অন্তুকে দেখে অধরার হৃদস্পন্দন বেড়ে যায়। কি হতে চলছে অধরার? অধরার কি অন্তুর প্রতি অনুভব বারছে? অন্তুও কি অধরার মত কিছু অনুভব করে? হৃদি তাদের মাঝে বাঁধা হয়ে দাঁড়ায়। তাদের কি মিল হবে কখনো?