আল-কেমিস্ট
-- আপনার রসায়ন কেমন লাগে? -- খুবই জঘন্য লাগে। স্কুলে তো আমি রসায়নেই বারবার ফেইল করতাম। তখন ভাবতাম, 'হাইয়ান' গাধাকে যদি পাইতাম তবে মারতে মারতে এলজেবরা করে দিবো! আর 'ল্যাভয়সিয়ে'কে পাইলে কাঁচা কাঁচা চিবিয়ে খাবো! -- এই যে মিস, সাবধানে কথা বলেন! আমার সামনে আপনি স্যারদের নিয়ে আজেবাজে কথা বলবেন আর আমি মুখ বোঝে সহ্য করবো তা ক...