আলোক ধারা
জীবনের উত্থান ও পতনের অনুভূতির প্রকাশ ।
সুখ, তুমি কি? এটা আমার লেখা কবিতা। সুখ সর্ম্পকে আমার তেমন অভিমত নেই। এর সঠিক সঙ্গা আমার জানা নেই। সুখ নিয়ে অনেক কবি মতামত দিয়েছেন। আমিও চেষ্টা করেছি আমর ক্ষুদ্র মতামত প্রকাশ করার জন্য।
মৃত্তিকায় রচনীয় যে রুপশ্রী অহমিকায় চূর্ণ তার বনশ্রী! জন্ম দিয়েছো কত? তরু-লতা, বাঁশ, ছাড়িয়া ঘন শ্বাস। নিশ্বাস ছাড়িবে দেহ, বরফজমাট হবে রুপশ্রী মৃত্তিকায় মিশে যাবে ধুলোমাখা কাঁদা-মাটি জাতির পিঠে জাতি দিয়েছন কত মাটি,আপন ধর্ম কোলে, মানুষ হয়েও অমানুষ আমি গোপনে।
Tessa Young is an 18 year old college student with a simple life, excellent grades, and a sweet boyfriend. She always has things planned out ahead of time, until she meets a rude boy named Hardin, with too many tattoos and piercings who shatters her plans.
তোমাকে ভালোবাসি বলে, পারিনা আকাশে উড়তে, ডানাহীন ভাবে...। তোমাকে ভালোবাসি বলে, পারিনা সাগরে ডুব দিতে, সাঁতারহীন ভাবে....। তোমাকে ভালোবাসি বলে, পারিনা আগুনে ঝাপ দিতে, লৌহহীন ভাবে...। তোমাকে ভালবাসি বলে, পারিনা হৃদয় দিতে, হৃদয়হীন ভাবে....। তোমাকে ভালোবাসি বলে পারিনা মন দিতে, ঘুমন্তহীন ভাবে...। তোমাকে ভালোবাসি বলে, পারিনা...