গল্প-স্বল্প (ভলিউম ০১)
গল্প লেখা শুরু সেই ২০১১ সালে । সেখানে বেশ কিছু গল্প জমা হয়েছে ব্লগে । সেই গল্প গুলোই এখানে আস্তে আস্তে এনে জমা করা ইচ্ছে আছে । প্রত্যেকটা ভলিউমে ১০০ টা করে জমা করবো । অনেকের পড়া আছে গল্প গুলো যাদের পড়া নেই তারা পড়বেন আশা করে । আর যাদের পড়া আছে তারা আবার পড়েন । প্রত্যেক ভাগে আলাদা আলাদা গল্প স্পোস্ট দেওয়া হবে ।