ছোটগল্প
নিম্মি মহাবিরক্ত তার স্বামীর উপর,ভীষণ রাগ হচ্ছে। বিয়ের আগে তো এমন ছিল না,তবে এখন কেন?! *************** বাস্তবতা বদলে দেয় সবাইকে।গাছের কচি পাতাও পরিপক্ক হয়ে শুকিয়ে ঝড়ে পরে। কিন্তু ভালোবাসা? ভালোবাসার গাছের পাতাও এভাবে কালের অন্ধকার গহ্বরে হারায়? নাকি নতুন পাতায় প্রতি ঋতুতে নতুন রঙ ধারণ করে?এই ভালোবাসার গাছ কেমন করে সা...