ArrogantUniverse

Tired, but can't sleep LoL.

ArrogantUniverse

অদেখা প্রশ্ন ভাবায় আমায় 
          নিরন্তরভাবে। 
          
          না পাওয়া উত্তর ছুড়ে দেয়
          এক অচেনা ব্যাকুলতা।
          
          -সেই ঊষ্ণতার খোঁজ আজও করি,
          সেই প্রতিজ্ঞার খোঁজ আজও করি।
          
          শুধু পিছু ছাড়াতে পারিনা এক চেনা কষ্টকে।

ArrogantUniverse

তবু তোমার ভাঙা স্মৃতি ছেড়া স্বপ্ন দুমড়ানো খেলাঘর,
          ছেড়া আকাশ ভাঙা কাচে
          আলো আর অন্ধকার তোমার।