বাস্তবিকএ প্রেম হলো ঐশ্বরিক আর পবিত্র এক অনুভুতি। যা বান্দা আর রবের মধ্যে হয়, স্বামী স্ত্রীর মধ্যে হয়, পিতা পুত্রের মধ্যে হয়, পিতা তনয়ার মধ্যে হয়, মাতা পুত্রের মধ্যে হয়,মাতা নন্দিনীর মাঝে হয়,দুই বোনের মাঝে হয়, দুই ভাইয়ের মাঝে হয়,ভাইবোনের মাঝে হয়
আর কতটা মুর্খ হলে মানুষ কোনো হারাম মায়াজালকে, সাময়িকের যৌনতাকে,লালসা কে প্রেম বলে আখ্যায়িত করে। ধিক্কার তোমাদের শব্দচয়নকে! ধিক! #বাঁকের_কথা