খুঁজো না তুমি আমায় নীল দিগন্তের উন্মুক্ত আকাশে,
পাবে না আমায় সেখানে।
আমি তো সমুদ্র তলদেশের গভীরে তলিয়ে যায়,
যেখানে আসে না আলোর কিরন।
আমি তো ধরণীর কোলে মাথা রেখে থাকি,
কান পেতে শুনি অজস্র কন্ঠের স্বর....
কাদের কন্ঠের স্বর?
কে আমায় ডাকে?
কি আমায় ডাকে ?
কিসের এত মায়াজাল?