IMXaz24
বৃষ্টি ভেজা মনে শরতের আলো লাগে,
পুজো পুজো গন্ধে আড়মোড়া ভাঙে বাগে ।
আকাশ চুপি চুপি বাতাসে দেয় ফুসমন্তর,
সেই হাওয়া আমায় ঘিরে ধরে
তুলে নিয়ে যায় কোন সে দূরে --
ঘুরিয়ে নিয়ে আনে এক চত্তর।
ভিতর হতে ভিতরে আমি যত লুকাই গভীরে
আকাশ, বারি, হাওয়া আমার হাত ধরে,
আলাপ করতে ধরে নিয়ে যায় নদী তীরে।
সেই আকাশ রাতে দেয় তারার আলো
যাতে না আমি হারাই ভিড়ে।