আমার খুব কাছের বন্ধুরা জানে, শক্ত মানষীকতার হওয়া সত্ত্বেও আমি কতটা অবেগ প্রবণ। কারো কষ্টে হাসা খুবি সহজ। কিন্তু ঐ জায়গাটাতে নিজেকে বসিয়ে বিবেচনা করা আরো সহজ। তাই হয়তো অচেনা, অজানা মানুষের মৃত্যুতেও একদন্ড দাড়িয়ে দুফোটা চোখের পানি ফেলি আমরা। এটা কেন করি আমরা জানো....?
ঐ মানুষকে মনে করে না,এটা ভেবে যে "আমাদের নিজের যদি এমন হতো কিংবা ঐ লোকটি যদি আমার প্রিয় মানুষ হতো তাহলে কি হতে" এটা ভেবে।
মনটা ভীষণ খারাপ আজ---
মিস ইউ আপা....