আমার কবিতারা ভাড়া খাটলো-
দেয়ালে, পোস্টারে, খবরের কাগজে, বালিকার নাক মোছা টিস্যুর কর্নারে।
চিঠির শেষে লিখেছিলাম 'ভালবাসি' তা হয়ে গেলো সরকারী!
সস্তায় বলি দিলাম প্রিয় নোট খাতাটা-
আঁকা ছিল, ছোয়া ছিল, মরে যাওয়া পাপড়ি ছিল, একঝাক স্মৃতি ছিল লুকানো।
বানের জলে ভেসে গেলো সতের বছরের আবেগ; আহা কৈশোর।
কলঙ্ক লাগালে শরীরে-
ছুঁই নি, ধরি নি, চোখ দিয়ে চেখেছি বলে বলে দিলে লম্পট।
ইতিহাস লেখা হল; আমি দোষী, তুমি অন্যের ঘরে সুখী; আমি ভুক্তভোগি।
ক্ষমা চাইলে-
আমি মুচকি হেঁসেই বুঝিয়ে দিলাম নীরবতার ভাষা কতো শক্ত হয়!
: ১৭ বছরের প্রেম, কবিতা, কলঙ্ক!
১৯ জানুয়ারি, ২০১৫।