ধন্যবাদ যারা আমার মেঘবালিকা পড়েছেন তাদের। যারা পড়েন নি তাদের ও। আমি এই গল্পের মাধ্যমে সমাজের কিছু মানুষের চিত্র তুলে ধরতে চেষ্টা করেছি। এখানে চরিত্র গুলো কারো জীবন থেকে নেওয়া না। চরিত্র গুলো কাল্পনিক। গল্পটাও কারো জীবন থেকে নেওয়া নয়৷ গল্পটাতে শুভ এর চরিত্র বেশি ঘাটা হলে সমাজের তিতা সত্য গুলো বের হয়ে আসত। আমি মনে করি মানুষ গল্প পড়ে সমাজের তিতা সত্য গুলো থেকে কিছু সময় দূরে থাকতে। তাই পাঠক মনে তিক্ততা না জন্মাক। এজন্য শুভর চরিত্র ঘাটা হয় নি। আর গল্প টা অসমাপ্ত রাখলাম। কারণ জীবন যেখানে চলমান, গল্প সেখানে শেষ হয় না। যাদের ভালো লাগছে, তারা পরবর্তী অংশ নিজের মতো করে ভেবে নিবে।গল্পটা আমার জায়গা থেকে শেষ করলাম। এটা আমার লিখা প্রথম গল্প ছিল। তাই ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। ধন্যবাদ।
[মেঘবালিকা -একটি সাধারণ মেয়ের গল্প]