@Sparkle_of_luv ফারিন আমি অসীমা আন্টি, আমি যানি না কি হয়েছে না হয়েছে তোমাদের মধ্যে কিন্তু শুভশ্রী সেই ইনসিডেন্ট টা নিয়ে খুব কষ্ট পেয়েছে | ও যদি কিছু করে থাকে তাহলে ওকে ছোটো বোন হিসাবে ক্ষমা করে দাও | শুভশ্রী তোমাকে খুব ভালোবাসে, আর ও যদি আমাকে না বলত কিছু তাহলে আমি জানতে পারতাম না যে তোমাদের আর কথা হয় না | আর রাগ করে থেকো না মা | আমি তো দেখেছি তোমরা কতো ভালো বন্ধু ছিলে | আর I'm really sorry, আমি যানি এইটা পাবলিক স্টেজ আমার এখানে বলাটা উচিতও না কিন্তু এ ছাড়া আর কেনো উপায় নেই | শুভশ্রী তো আমাকে বলতেই দিচ্ছিল না, কিন্তু কি করা বলো আমার খারাপ লাগছে | আশা করি তুমি আন্টির এই request টা রাখবে..