TamzidHasan5

Assalamualaikum! Another new story has been uploaded.
          	Thanks in advance
          	for reading my story(:

Positive_Pages

Hi dear author! 
          
          You are doing amazing! I hope you keep going like this! I'm a new writer joined you guys trying to promote my story. It is about five friends having struggles on their career choosing. It is categorized as general fiction. I'm trying my best to fill it with comedy, romance, friendship, bond, passion, career choosing, struggles, pain of life, and also fun of life, etc. 
          
          So I hope you check my story out and leave some precious opinions of yours in the comment section. 
          
          Thank you!
          
          https://www.wattpad.com/story/322084837?utm_source=android&utm_medium=link&utm_content=story_info&wp_page=story_details_button&wp_uname=Positive_Pages&wp_originator=8bukpYXH0Gxm0br8ptsSRzCi8RydgN9eY254jaBOWrceCAcwCLUQmFJWqEgdC01lgmqjko%2B0xI6KdC1nj4VcYF3InDfs63IhT79MB6zquVt%2BLMolQVCLyADvANaItlvL

TamzidHasan5

অবশেষে ওয়াট প্যাডে বন্ধুর সংখ্যা ৩০০ তে পা রাখলো। 
          Welcome to my profile Taif Tasfa(:
          
          সকল বন্ধুকে আমার তরফ থেকে এই ছোট্ট লেখাটি উপহার!! 
          
          
          আকাশে লাল মেঘের ঘনঘটায়, পাহাড়ের ওপারে হেলান দেয়া সূর্য গড়িয়ে পড়ছে সমুদ্রে।
          কালো রঙের আঁচলে তোমার ফর্সা মুখ।আর তোমার কাজল কালো চোখে শান্তির খোঁজে, সে চুমু আঁকে তার অদৃশ্য কপালে। নক্ষত্রের মতোন খসে পড়ে,তুমি আমি ছুটে চলেছি রেড প্ল্যানেটের দিকে। এরপর উল্টোপথে পৃথিবী হয়ে বিলীন হব সূর্যের হিলিয়ামে।
          এ্যাপোক্যালিপ্স!!
          সেবার তোমার, 
          বা ডানাকেটে রেখেছিলাম !!
          
          
          বি.দ্র.  আপনারা যে কেউ এই কবিতাটির এক্সপ্লেইনেশন আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন। যারটা সবচেয়ে ভালো মনে হবে। I will reward him personally.
          
          Time: 26/06/2021 to 24/10/2021
          
          

TamzidHasan5

তোমার রঙিন পৃথিবীতে তুমি রঙ ছড়াও,
          রঙ বেরঙের বেলুন উড়াও।
          একপশলা বৃষ্টি শেষে,
          রংধনু দেখ।
          সেখানে থাকে কতো স্বপ্ন কতো চাওয়া পাওয়া।
          আবার বসন্তে কৃষ্ণচূড়া আগুন ঝড়িয়ে আহবান করে।
          প্রেয়সীরা মাথায় ফুলের বেড় পরে।
          কোকিলেরা আনন্দের কুহু ডাকে বসন্তের বিকেলে।
          কতো কবি কবিতা লিখে।
          তুমি কফির মগে ধোয়া উড়াও বৃষ্টিভেজা সন্ধ্যা কিংবা শীতের সকালে।
          তুমি সন্ধ্যা গড়িয়ে রাত হলে জ্যোৎস্না বিলাসে মত্ত হতেই পারো।
          শ্রাবণের বাধ ভাঙা বৃষ্টি তোমার মনেও রঙ ছড়াবে মুষলধারে।
          শ্রাবণ সন্ধ্যায় কবিতার বই পড়ো তখন তোমার মনে কতো স্মৃতিরা ভাসে।
          এ্যাকুরিয়ামে করতে পারো শখের মাছ পালন।
          পোষা কুকুরটার জন্য পনের হাজার টাকার কর্মচারীও রাখতে পার।
          শখের বাগানের জন্য মালি সে তো আছেই।
          হ্যা, বিলাসের স্রোতে তুমি ভাসতেই পারো।
          তোমার চারদিকে কতো আনন্দের ধ্বনি।
          তোমার পৃথিবী কতো রঙিন, তাই না?
          কিন্তু জানো, এক পৃথিবী আছে।
          তুমি যখন আধুনিকতা আর বিলাসিতার বাহানায় খাবার ফেলে দাও তখন এখানে তেমার মতো কেউ অন্বেষণ করে একটুকরো রুটির। 
          এখানে রোজ ঘুম ভাঙে বুলেটের শব্দে।
          ঘুম ঘুম সকালে চা কিংবা কফি নয়,
          পাবে কেবল বুলেট আর লাশের গন্ধ।
          এ যে রাইফেল, বেয়ানট আর গ্রেনেডের প্রান্তর।
          শুকুন আর শত্রুদের উল্লাস।
          কিছু দৃশ্য দেখে যায়,
          রাস্তার নেড়ি কুকুর।
          আর্তনাদ করে উঠে অজানা বিষাদে।
          যখন ড্রোন আগাত হানে,
          যখন তছনছ হয়ে যায় সব,
          তখন সদ্য এতিম হওয়া শিশুর কান্নায় আকাশ বাতাস ক্রমশো ভারী হয়ে উঠে।
          
          আজ বসন্ত এসেছে, 
          তোমার আমার আঙিনায়।
          প্রকৃতি সেজেছে রঙে রঙিন।
          একি!! তোমার চোখ ভিজেছে অশ্রু কণায়?
          ভেবো না,
          চল করি প্রকৃতি বিলাস।
          স্বার্থকতা ক্যানো খুজতে হবে,
          মাথায় ফুলের বেড় পরা রূপসী নারীর মাঝে?
          এসো প্রকৃতির মাঝে নিজেদের মিলিয়ে দেই।
          দেখি কটা ফুল চিনি আজ।
          
          কবিতা: "আমার বসন্ত"
          লেখা:তামজিদ

TamzidHasan5

ধন্যবাদ(:
Reply

TamzidHasan5

আসসালামু আলাইকুম।  প্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন সবাই? আশা করি, করোনার এই সংকটময় মূহুর্তে আল্লাহর রহমতে ভালোই আছেন। যারা অসুস্থ তাদের এবং তাদের পরিবারের সকলের সুস্থতা কামনা করছি।
          যাইহোক অনেকদিন ধরে ভাবছিলাম নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো। 
          আপনাদের উদ্দেশ্যে আমার নতুন গল্প "রুপ" পড়ার আমন্ত্রণ রইলো।
          
          টেইক লাভ  মাই বিলাভড রিডার্স

TamzidHasan5

@TamzidHasan5 রুপ গল্পটা তো একটা সম্পূর্ণ গল্প
Reply

SahanurSakib

@TamzidHasan5 golpota sesh kobe hobe? 
Reply