অনেকদিন পর আবার ওয়াটপ্যাডে এলাম।
শেষ কবে এসেছিলাম, তা ভুলেই গেছি। শুধু কি তাই ভুলে গেছি? কাদের সাথে যোগাযোগ ছিলো, কথা হতো, কাদের বই পড়তাম, ফলো করতাম, কোন কোন বই পড়েছি, কি পড়েছি সব ভুলে গেছি। বিশ্বাস করুন, আজ লগ ইন করতে গিয়ে এটাই ভুলে গিয়েছি যে কোন ইমেইল দিয়ে আইডি খুলেছিলাম। তবে এবার থেকে নিয়মিত থাকার চেষ্টা করবো।
আমার প্রিয় মানুষগুলোকে ভুলে যাবার জন্য ক্ষমাপ্রার্থী (ইনবক্সে ঝাড়ি দিও না কেউ, দিলেও নরম করে দিও)। সবাইকে শুভকামনা।