রাত্রিবেলায় জেগে থাকলে একটা মিশ্র অনুভূতির সৃষ্টি হয়। একেকজনের ক্ষেত্রে হয়তো সেই অনুভূতিগুলো একেকরকম।
আমার মধ্যে নস্টালজিয়ার প্রভাব বেশ লক্ষণীয়। এখন বসে বসে বই পড়ছি, আর নস্টালজিয়ায় ডুবে যাচ্ছি। মন্দ নয়!
রাত্রিবেলায় জেগে থাকলে একটা মিশ্র অনুভূতির সৃষ্টি হয়। একেকজনের ক্ষেত্রে হয়তো সেই অনুভূতিগুলো একেকরকম।
আমার মধ্যে নস্টালজিয়ার প্রভাব বেশ লক্ষণীয়। এখন বসে বসে বই পড়ছি, আর নস্টালজিয়ায় ডুবে যাচ্ছি। মন্দ নয়!
অনেকদিন পর আবার ওয়াটপ্যাডে এলাম।
শেষ কবে এসেছিলাম, তা ভুলেই গেছি। শুধু কি তাই ভুলে গেছি? কাদের সাথে যোগাযোগ ছিলো, কথা হতো, কাদের বই পড়তাম, ফলো করতাম, কোন কোন বই পড়েছি, কি পড়েছি সব ভুলে গেছি। বিশ্বাস করুন, আজ লগ ইন করতে গিয়ে এটাই ভুলে গিয়েছি যে কোন ইমেইল দিয়ে আইডি খুলেছিলাম। তবে এবার থেকে নিয়মিত থাকার চেষ্টা করবো।
আমার প্রিয় মানুষগুলোকে ভুলে যাবার জন্য ক্ষমাপ্রার্থী (ইনবক্সে ঝাড়ি দিও না কেউ, দিলেও নরম করে দিও)। সবাইকে শুভকামনা।
বহুদিন পর একবার উঁকি মারলাম ওয়াটপ্যাডে।ভাবলাম,এই বইখানা(বইয়ের নামে কচু) ড্রাফটে না রেখে প্রকাশ করে দিলে মন্দ হয় না।এটা ছাড়লাম,আশা করি পুরোনো গুলোও জোরেশোরে আপডেট করতে পারবো।কলেজ শুরু হয়ে গেলে ভর্তি হতে হতেই জীবন ক্ষয় হয়ে যাবে।
https://www.wattpad.com/story/233186149
@Raida_Rodelaxx যেদিন সত্যিকার ভাবে এর পরবর্তি অংশটা আমার মাথায় আসবে! আসলে ভেবে পাচ্ছি না কীভাবে শুরু করবো।মোটামুটি ৩ ধরনের ড্রাফট পার্ট লিখে রেখেছি।কোনো একদিন লটারি করে একটা পোস্ট করে দিবো।