_Acetic_Acid_

This is my only real account 
          	The rest of them are fake
          	Anyone who follows them, please Just be sure 
          	I don't use Wattpad anymore for socializing. 
          	But I do once in a blue moon come here to read books. 
          	
          	
          	Sayonara 

-Tura-

চলো না ঘুরে আসি অজানাতে
          যেখানে নদী এসে থেমে গেছে
          আবার এলো যে সন্ধ্যা, শুধু আমরা সবাই
          আবার এলো যে সন্ধ্যা, শুধু দু'জনে
          চলো না ঘুরে আসি অজানাতে
          যেখানে নদী এসে থেমে গেছে
          চলো না ঘুরে আসি অজানাতে
          যেখানে নদী এসে থেমে গেছে
          আবার এলো যে সন্ধ্যা, শুধু আমরা সবাই
          ঝাউবনে হাওয়াগুলো খেলছে
          সাঁওতালি মেয়েগুলো চলছে
          লাল লাল শাড়ীগুলো উড়ছে
          তার সাথে মন মোর দুলছে
          ঐ দুর আকাশের প্রান্তে
          সাত রঙা মেঘ গুলো উড়ছে
          ঐ দুর আকাশের প্রান্তে
          সাত রঙা মেঘ গুলো উড়ছে
          আবার এলো যে সন্ধ্যা, শুধু দু'জনে
          (তুরু তু রাত... তুরু তুত রু তুরু, লা লা লা লালা লা লা লালা...
          তুরু তু রাত... তুরু তুত রু তুরু রু রু, লা লা লা লালা লা লা লালা...)
          এই বুঝি বয়ে গেল সন্ধ্যা
          ভেবে যায় কি জানি কি মনটা
          পাখিগুলো নীড়ে ফিরে চলছে
          গানে গানে কি যে কথা বলছে
          ভাবি শুধু এখানেই থাকবো
          ফিরে যেতে মন নাহি চাইছে
          ভাবি শুধু এখানে গান গাইবো
          ফিরে যেতে মন নাহি চাইছে
          চলো না ঘুরে আসি অজানাতে
          যেখানে নদী এসে থেমে গেছে
          চলো না ঘুরে আসি অজানাতে
          যেখানে নদী এসে থেমে গেছে
          আবার এলো যে সন্ধ্যা, শুধু দু'জনে
          চলো না ঘুরে আসি অজানাতে
          যেখানে নদী এসে থেমে গেছে
          চলো না ঘুরে আসি অজানাতে
          যেখানে নদী এসে থেমে গেছে
          আবার এলো যে সন্ধ্যা, শুধু আমরা সবাই

-Tura-

যদি কেড়ে নিতে বলে
          কবিতা ঠাসা খাতা
          জেনো কেড়ে নিতে দেবো না
          যদি ছেড়ে যেতে বলে
          শহুরে কথকতা
          জেনো আমি ছাড়তে দেবো না
          যদি কেড়ে নিতে বলে (বলে)
          কবিতা ঠাসা খাতা
          জেনো কেড়ে নিতে দেবো না
          যদি ছেড়ে যেতে বলে (বলে)
          শহুরে কথকতা (শহুরে কথকতা)
          জেনো আমি ছাড়তে দেবো না (ছাড়তে দেবো না)
          আর আমি আমি জানি জানি
          চোরাবালি কতখানি
          গিলেছে আমাদের রোজ
          আর আমি আমি জানি জানি
          প্রতি রাতে হয়রানি
          হারানো শব্দের খোঁজ
          আর এভাবেই নরম বালিশে
          তোমার ওই চোখের নালিশে
          বেঁচে থাক রাত পরীদের স্নান
          ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
          আর এভাবেই মুখের চাদরে
          পরিচিত হাতের আদরে
          সুখে থাক রাত পরীদের স্নান
          ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান
          যদি নিমেষে হারালে
          জীবনে পরিপাটি
          তবু হেরে যেতে দেবো না
          যদি বেচে দিতে বলে
          শিকড়ে বাঁধা মাটি
          জেনো আমি বেচতে দেবো না
          আর আমি আমি জানি জানি
          চোরাবালি কতখানি
          গিলেছে আমাদের রোজ
          আর আমি আমি জানি
          প্রতি রাতে হয়রানি
          হারানো শব্দের খোঁজ
          আর এভাবেই নরম বালিশে
          তোমার ওই চোখের নালিশে
          বেঁচে থাক রাত পরীদের স্নান
          ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
          আর এভাবেই মুখের চাদরে
          পরিচিত হাতের আদরে
          সুখে থাক রাত পরীদের স্নান
          ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান
          আর আমি আমি জানি জানি
          আমি আমি জানি জানি
          আমি আমি জানি জানি
          আমি আমি জানি জানি
          আমি আমি জানি জানি
          আমি আমি জানি জানি
          আমি আমি জানি জানি
          আমি আমি জানি জানি
          আমি আমি জানি জানি
          আমি আমি জানি জানি
          আমি আমি জানি জানি
          আমি আমি জানি জানি

_Acetic_Acid_

@-Tura- lyrics porte bhalolage thanks for updating my playlist 
Reply