@Decent_Demon আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। প্রয়োজনএ সাহিত্য সমালোচনা করি, যেটা এই প্লাটফর্মে ভোটের থেকেও মূল্যবান। আমিও সেটা চাই। আমি সাহিত্যসমালোচনার মধ্য দিয়েই প্রায় ত্রিশ বছর আগে সাহিত্যের মধ্যে ঢুকে পড়েছি। এভাবেই এগিয়ে চলার রাস্তা খুঁজে চলেছি।