আজ কয়েক মাস যাবৎ আমি কিছু পাবলিশ করি নি। এর মানে এই নয় আমি আমার পাঠক/ফলোয়ার/শুভানুধ্যায়দের কথা ভুলে গেছি। ভালো কিছুর জন্য একটু সময় দিতে হয়। আমি নিয়মিত ওয়্যাটপ্যাডে প্রবেশ করে সবার সাথে যোগাযোগ করেছি। অনেকে বলেছেন, আমি কেন নতুন কিছু পাব্লিশ করছি না?
আসলে আমি লেখালেখি নিয়েই ব্যাস্ত সময় কাটিয়েছি। চিন্তা ভাবনা করেছি,জীবন টাকে আরো উপলব্ধি করার চেষ্টা করেছি,পাঠকদের রুচি ভালো লাগা মন্দ লাগার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর গবেষনা করেছি। সর্বোপরি আমি আমার লেখনিতে আমুল পরিবর্তন করতে চলেছি! অতিদ্রুত আপনাদের সামনে গল্পের ঝুরি নিয়ে হাজির হব আশা রাখি।