subrata9090

শিরোনামঃ - অমর একুশে 
          	কলমে :- শ্রী সুব্রত চক্রবর্ত্তী 
          	তারিখ :- ২১.০২.'২৫
          	
          	অধিকার কেড়ে নিয়েছে কবেই 
          	বলি ভাই প্রতিটি মানুষকেই 
          	জাহির করে,কথা বলে বাংলা ভাষায়
          	মা,আম্মার হবে না বিভেদ।
          	
          	জব্বর রফিক বরকত সালাম সফিউর
          	ভাষা আন্দোলনে হয়েছিলেন শহীদ 
          	তারা তো দেখেন নি,ভাষার বিভেদ
          	চেয়েছিলেন জয় ভাষা আন্দোলনের।
          	
          	মৃত্যু তাদের শরীর কেড়েছে 
          	পেরেছে কি ভোলাতে তাদের ?
          	অমর একুশ হৃদয়ে করে লালন 
          	সীমান্ত পেরিয়ে বাঙালিও কাঁদে।
          	
          	পাঠান সৈন্যদের ক্ষমতা দেওয়ার 
          	বুঝেছিল,কি হতে পারে ফলাফল 
          	ভাষাই তো মিলিয়েছে এপার ওপার 
          	জাত ধর্ম নয়,মানুষই হোক ওপরে সবার।
          	
          	মানবতার মুখোশ হয়েছে বিলীন
          	দইয়ের সৃষ্টি হয় দুধ থেকেই 
          	একটা আকাশ মাটি একটাই
          	মায়ের মতো ভাষা আমাদের।
          	
          	দমদম জংশন কলকাতা।
          	https://www.wattpad.com/story/390172008

subrata9090

শিরোনামঃ - অমর একুশে 
          কলমে :- শ্রী সুব্রত চক্রবর্ত্তী 
          তারিখ :- ২১.০২.'২৫
          
          অধিকার কেড়ে নিয়েছে কবেই 
          বলি ভাই প্রতিটি মানুষকেই 
          জাহির করে,কথা বলে বাংলা ভাষায়
          মা,আম্মার হবে না বিভেদ।
          
          জব্বর রফিক বরকত সালাম সফিউর
          ভাষা আন্দোলনে হয়েছিলেন শহীদ 
          তারা তো দেখেন নি,ভাষার বিভেদ
          চেয়েছিলেন জয় ভাষা আন্দোলনের।
          
          মৃত্যু তাদের শরীর কেড়েছে 
          পেরেছে কি ভোলাতে তাদের ?
          অমর একুশ হৃদয়ে করে লালন 
          সীমান্ত পেরিয়ে বাঙালিও কাঁদে।
          
          পাঠান সৈন্যদের ক্ষমতা দেওয়ার 
          বুঝেছিল,কি হতে পারে ফলাফল 
          ভাষাই তো মিলিয়েছে এপার ওপার 
          জাত ধর্ম নয়,মানুষই হোক ওপরে সবার।
          
          মানবতার মুখোশ হয়েছে বিলীন
          দইয়ের সৃষ্টি হয় দুধ থেকেই 
          একটা আকাশ মাটি একটাই
          মায়ের মতো ভাষা আমাদের।
          
          দমদম জংশন কলকাতা।
          https://www.wattpad.com/story/390172008