বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (BPC) সম্প্রতি বেশ কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পদ হচ্ছে:

1. *উপ-ব্যবস্থাপক (বন্টন ও বিপণন)*:
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি।
- বে2. *সহকারী ব্যবস্থাপক (হিসাব, সংস্থাপন, এমআইএস)*:
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
- অভিজ্ঞতা: ৩ বছরের প্রয়োজন।
- বেতন স্কেল: ২২,০০০ - ৫৩,০৬০ টাকা।
তন স্কেল: ৩৫,৫০০ - ৬৭,০১০ টাকা।


*আবেদনের পদ্ধতি*: আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদপত্র ও পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে। আবেদন ফি নির্দিষ্ট ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে।
*আবেদনের শেষ তারিখ*: ১০ নভেম্বর, ২০২৪【6†source】【7†source】【9†source】.

বিস্তারিত তথ্যের জন্য BPC-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন: [www.bpc.gov.bd](http://www.bpc.gov.bd)।
www.bpc.gov.bd
  • bangladesh
  • JoinedOctober 23, 2024