ছোট গল্প

26 0 0
                                    


রুবী এই রুবী
আরে বাড়িতে কি ডাকাত পরেছে এইভাবে চেঁচামেচি করছো?
আজব চেঁচামেচি করলাম কোথায় তোমাকে ডেকেছি শুধু!

রুবী বলল,বাদ দাও তো   এভাবে আমাকে ডাকছিলে কেন বলোতো?

রুবী আজকে রাতে আমাদের  মুন দেশে আসছে।

রুবী বলল,সত্যি বলছো আমাদের ছেলে দেশে আসছে।
আর তুমি এই খবর আমাকে এখন দিচ্ছো কী ব্যাপার বলতো?

ইস্ আগে দিবো কি করে, মুনতো ফোন করছে একটু আগেই।
সাথে সাথেই তো  তোমাকে জানতে ডেকেছি অার তুমি বললে আমি নাকি চেঁচামেচি শুরু করছি!

রুবী বলে,আচ্ছা স্যার সরি তো হয়েছে  এবার।

হ্যাঁ ম্যাম হয়েছে।

রুবী বলল,আচ্ছা মুনের বাবা তুমি কী আজকে অফিসে যাবে?

একটু যেতে হবে তাছাড়া মুন তো রাতের ফ্লাইটে আসবে।
তাই অফিসে গিয়ে কাজগুলো সেরেই ফেলি।

রুবী বলল, তাহলে ঠিক আছে তুমি  অফিস যাও।
এমনিতেই তোমার সাথে আমার কথা বলার এখন সময় নেই । এরচেয়ে ছেলের পছন্দের খাবার রান্না করতে যায়।

রুবী রান্না করতে গেছে এই ফাঁকে এদের সাথে পরিচিত হয়ে
আসি চলেন।
উপরে যে ভদ্রলোক রুবী থাকছিলেন তার নামঃ রায়হান খান।
তার দেশের বাড়ি গাজীপুর ঢাকা।
ছোট থেকে বড় হয়েছে গাজীপুরে।
বিজনেসের জন্য
পরিবার নিয়ে ঢাকায় থাকে।
ছোট একটি  পোশাক তৈরির কম্পানি আছে রায়হান সাহেবের।
নিজেদের থাকার জন্য একটি বাড়িও আছে।

কিছুদিন হয়েছে গাড়িও কিনেছে।
রায়হান খান এর স্ত্রীর নামঃ রুবী।
তাদের এক ছেলে তার নামঃ রোমান খান মুন।
মুন কানাডা থেকে এমবিএ করছে।
দেখতে শ্যামবর্ণ । তবে বিদেশে গিয়ে  ফর্সা হয়ে গেছে।
লম্বা ৬"২'।
দেহের গড়ন মিডিয়াম ।
বয়সঃ ২৬ বছর।
মুন বাবা ও মায়ের বাধ্য ছেলে।
মুনের বাবা চেয়েছিলেন তার কম্পানির দায়িত্ব ছেলেকে দিবে ছেলেও বাবার ইচ্ছে বুঝতে পেরে
বাবার কম্পানিকে বাড়ানোর লক্ষ্যে কানাডা থেকে এমবিএ করেছে।

পরকীয়াOnde histórias criam vida. Descubra agora