শীতকাল

20 3 2
                                    

অনেক অনেক বছর আগে একদিন শীতের ছোঁয়া এড়িয়ে,
বেছে নিয়েছিলাম বসন্তের মায়া কে।
যদিও সেই কনকনে উত্তুরে হাওয়া কিছুটা স্বস্তির ছিল,
ভালো লাগত শিশির ভেজা নরম ঘাসের কথা গুলো।
তবুও সেই বসন্তের স্নিগ্ধ হাওয়া বহে
ভাসিয়ে নিয়ে যাচ্ছিল আমায় এক অন্য গ্রহে।
যে গ্রহে শীতের কোনো অস্তিত্ব নেই,
আছে শুধু অনন্ত বসন্তের ঠাঁই।

হাড়হিম করা রুক্ষ শীত তখন ছিল
আমার এক অনাকাঙিক্ষত অনুগামী।
তবু আমার মন যে শুধু মাত্র
বসন্তের জন্যেই ছিল অবিরামি।
আমার প্রতি শীতের অন্তহীন বাসনা
অলক্ষিতই রয়ে গিয়েছিল।
তখন শুধু এক টুকরো বসন্ত আর
আমার তার প্রতি তীব্র কামনা ছিল।

সময়ের সাথে তাল মিলিয়ে
একদিন বসন্তও বিদায় জানাল আমায়।
তার সেই অন্ত্য প্রেমের তাপ
শূন্য করে গেল আমার হৃদয়।
ঠিক তখনই এই গন্তব্যহীন পথিককে
আর উষ্ণতা দিয়ে নয়,
নিজের শীতলতা দিয়ে
সেই শীতই থামাল এই প্রলয়।

পিঠে পার্বণ যেমন আবদ্ধ আছে
এক গভীর প্রেমে তার,
এত বছরের অবহেলিত শীত এবার
ঠিক এমনই এক ভালোবাসা আমায় দিল উপহার।
আজ এত বছর পর শীতের বুকে
মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছি।
আর শুনতে পাচ্ছি সে বলছে
"চিন্তা কোরোনা প্রিয়, আমি সবসময় তোমার পাশেই আছি।"

~ একতা

এক চিলতে ভালোবাসা Where stories live. Discover now