কতদিন তোমার অপেক্ষায় ছিলাম,
এলে না তো তুমি আর।
বসে বসে তোমার পথ চেয়েছিলাম,
তুমি ফিরিয়ে দিলে বার বার ।তুমি আমায় কথা দিয়েছিলে
তুমি আসবে আবার ফিরে।
স্বপ্ন দেখেছি দুজন মিলে
আবার মিলেছি তীরে।আজ আমি মন ভেঙে যাওয়া একটি মেয়ে,
যার চোখের জলের দাম দাওনি তুমি।
আজ তোমার কাছে তোমার চেয়ে
অনেক দুরে আছি আমি।হয়তো আমার কান্না ভেজাতে পারেনি তোমায়
তোমার পাষান হৃদয়, ভালোবাসা ও মনকে।
হয়তো আমার ডাক ছুঁতে পারেনি তোমায়
তাইত তোমার মনের দরজা আজও ঢুকতে
দেয়নি আমাকে।তোমার মনের দরজা কি তবে
অন্য কারো জন্য খোলা?
যদি সত্যি তাই হবে
তাহলে আমায় আর কোরোনা অবহেলা।তবে ঘর বাঁধো তার সাথে সুখে
যে আছে তোমার মনে প্রাণে।
আমি দাঁড়াবোনা আর তোমায় রুখে
তাকে ভালোবেসো প্রাণপণে।আমার মন নিয়ে আর খেলোনা তুমি ,
করলাম তোমায় রক্ষা।
তবু মনে রেখো যে আমি
আজও করি তোমার অপেক্ষা।- একতা
YOU ARE READING
এক চিলতে ভালোবাসা
Poetryভালোবাসা....কী অদ্ভুত এক জিনিস না? অনেক গুলো চরিত্র পালন করে এই ভালোবাসা। ভালোবাসা তোমায় যেমন সব কিছু দিয়ে দিতে পারে ঠিক তেমনি এক নিমেষে তোমার থেকে সব কেড়েও নিতে পারে। যে ভালোবাসা তোমার সব রাগ, দুঃখ ভুলিয়ে দিতে পারে আবার সেই ভালোবাসাই তোমার সব রাগ...