Part-1

498 14 12
                                    


আমার লেখা প্রথম ফফ তাই ভুলত্রুটি মাফ করবেন।

রুশদিয়া কোরিয়াতে বসবাসরত বাংলাদেশি স্টুডেন্ট। কোরিয়ান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে পড়ছে।কোরিয়া অনেক এক্সপেন্সিভ তাই ক্লাসের পাশাপাশি সে একটা রেস্টুরেন্টে বিকাল থেকে পার্ট টাইম জব করে।

রাত প্রায় ১০ টা পার।রুশদিয়া খেয়াল করলো অনেক রাত হইছে।এখন আর কোনো কাস্টোমার হয়তো আসবে না।সে লাইট অফ করে কেবল ই দোকান বন্ধ করবে ঠিক সেই মুহূর্তে একজন কাস্টোমার আসে।মুখে মাস্ক, চোখে কালো গ্লাস।

কাস্টোমারঃএকটা বিফ রামেয়ন প্লিজ

রুশদিয়াঃআমি রেস্টুরেন্ট এখন ক্লোজ করব।এখন আর সম্ভব না।

কাস্টোমারঃদিতে বলছি দিবেন।এতো কথা কিসের?

রুশদিয়াঃসব কিছুর ই একটা টাইম আছে।আপনি টাইম পার করে ফেলছেন।

এবার কাস্টোমার টা মুখের মাক্স খোলে।রুশদিয়া দেখে তো অবাক।অনেক ফেমাস আর পরিচিত ফেস।BTS এর ভি।

ভিঃএখন তো দিবা নাকি?

রুশদিয়াঃজি না।আমি বাসায় যাবো।

ভিঃআমার ক্ষুধা লাগছে।(নরম শুরে)

এতো কিউট করে বলছে যে রুশদিয়া আর না করতে পারেনি।

রুশদিয়াঃআচ্ছা আপনি বসেন।আমি দেখছি।দেরি হবে একটু কারণ সব নতুন করে করা লাগবে।আর হ্যাঁ মাক্স টা পড়েই থাকেন।কেও দেখে ফেললে ঝামেলা হবে।

ভি অবাক হয়।মনে মনে ভাবে আমাকে দেখে খুশিতে আত্মহারা হওয়া বাদ দিয়ে আমাকে মাক্স পড়তে বলছে।এই দিন ও দেখা লাগবে।

কিছুক্ষণ পর রুশদিয়া গরম গরম রামেন নিয়ে কিচেন থেকে বের হয়ে আসে ভি এর সামনে রাখে।একদম বাচ্চার মতো খাওয়া শুরু করে।খাওয়ার সাথে সাথে ছেকা খায়

রুশদিয়াঃআস্তে।কেবল ই রান্না করছি।গরম হবে।খাবার পালিয়ে যাচ্ছে না।

ভিঃআমাকে বকছো তুমি?

রুশদিয়াঃনাহ তা না।আমি জাস্ট বললাম আরকি।

ভি খাচ্ছিল আর রুশদিয়া ওর খাওয়া দেখছিল।

ভিঃআমি জানি আমি হ্যান্ডসাম।কিন্তু খাওয়ার সময় এভাবে তাকিয়ে থাকলে আমার একটু আজব লাগে।

রুশদিয়া এবার একটু লজ্জা পায় আর অন্য দিকে তাকায়।।

ভিঃসারাজীবন কি এখানেই কাজ করছো নাকি?

রুশদিয়াঃনা আপাতত শুরু করছি।সামনে আরও কিছু স্বপ্ন আছে।দেখা জাক পূরণ হয় কিনা🙂

ভিঃকি স্বপ্ন?

রুশদিয়াঃআমার স্বপ্ন হলো আমি একটা মাল্টিন্যাশনাল হোটেলে জব করবো কারণ আমি ওটা নিয়েই পড়ছি।

ভিঃঅহ আচ্ছা।

ভি খাওয়া শেষ করে।১০০০০ ওন এর একটা নোট বের করে দেয় রুশদিয়া কে।

রুশদিয়াঃ৭০০০ ওন নিয়ে বাকি টাকা ফেরত দেয়।

ভিঃআরে রাখো।এতো রাতে আমার জন্য রান্না করছো।এটা টিপস।

রুশদিয়াঃনা আমি টিপস নেই না।

ভি দৌড় দিয়ে বাইরে যায় প্রায়।
রুশদিয়া এদিকে দোকান অফ করে হাটা শুরু করে
পেছন থেকে ভি ডাক দেয়।

রুশদিয়াঃআপনি এখনো জান নি?

ভি রুশদিয়ার দিকে একটা ছোট ভি চিহ্ন দাওয়া একটা লকেট দেয়।

ভিঃএটা রাখো।স্মৃতি হিসেবে।

হাতে ধরিয়ে দিয়েই ভি গাড়িতে উঠে চলে যায়

continuing........

My Love💜Where stories live. Discover now