part = 1

39 2 0
                                    

অভয় থাকতো দিল্লি তে সে পড়াশোনা র জন্য দিল্লি তে এসেছিলো,
বাবা এবং মা থাকতো কলকাতা য়।

অভয় এবং তার বন্ধু রা কলেজ থেকে hostel এ ফেরার সময় তার girlfriend বলল ওই রেজাল্ট বেরোনোর পর কিন্তু ঘুরতে যাবো।

অভয় কোনো কথাই বলল না
কিছু পথ হাটার পর নীলা আবার বলল

ধূত তেরি, তুই কি কানে কালা না মুখে বোবা, কেনো কথা বলতে ইচ্ছা করে না

তখনই আয়ুসমান বলল, না রে নীলা ওর মন ঘুরে গেছে

অম্বিকা বলল, দেখ আবার অন্য কাউকে ভালো লেগে গেছে কিনা

তখনই নীলা অভয়ের কান ধরে বলল, কিরে তাই নাকি
অভয় বলল, ধুর বাবা ভালো লাগে না

যেই না বলা অমনি নীলা মুখ বেকিয়ে, গটগটিয়ে break up বলে চলে গেল

অভয় আয়ুসমান কে বলল, তুই কিন্তু খুব মার খাবি দারা আগে নীলা র রাগ ভাঙাই , তার পর দেখ তোকে কি করি

অভয় নীলা দারা বলে চলে গেল,



আজ দিনটা শনিবার ,

কলেজে গিয়ে অভয় আর তার বন্ধু রা জানতে পারল যে সোমবার রেজাল্ট।।




Vote and comment 🙏

নীলাভ অমাবস্যাWhere stories live. Discover now