part = 2

18 2 0
                                    

আয়ুসমান  দেখে   বলল, আরে বাবা এবার ফেল ই করবো মনে হয়।

এখন অভয়  ও নীলা র নগরী থেমে গেছে,

সেই দিন রাতে  অভয়  নীলা র কাছ থেকে যে কত বকাঝকা  খেয়েছিল  যে তার রাতের খাবার খেতে   হয়নি।

নীলা  কলেজে ঢুকে বলল,   যাই হোক , ফেলতো করবো  না, এবার ঘুরতে যাবোই

অম্বিকা বলল, দারা দারা দেখ আবার অভয় কী বলে।

নীলা রাগে কটমট  করে দেখে বলল, এবার না বলে দেখুক না  মেরে নাক ভেঙে দেব।

অভয় বলল, আরে যাব যাব রে।আগে রেজাল্ট তো দেখি।

নীলা অভয় কে বলল, কুচুপু কোথাই যাবি

অভয় বলল, এই জন্যই আমি কিছু বলি না, এবার মাথাই খেয়ে ফেলবে বোধহয়।

অভয় বলল, এই শোন সব পোর সু রাতে তোরা আমার  বাড়ি🏡 আসবি তখন ঠীক  করা হবে।

অম্বিকা বলল, এই অভয় তুই তো বড়ো কিপটে হয়ে গেছিস।

অভয় বলল, কেন ?

অম্বিকা বলল, না রাতের বেলা  তোর বাড়ি যাব কী না তাই  আরকি।

অভয় বলল, একটু যেরে কাশবি  মাথায় যে কিছুই  ঢুকলো না।

নীলা বলল, কী আছে তোর মাথায় গোবোর পোরা  ও বলল, যে রাতের বেলা যাবে থাকতে  খেতে কি তুই  দিবি  না।

অম্বিকা বলল, অভয় দেখ যদি কিছু অসুবিধা না থাকে  তাহলে রবিবার কলেজ  ছুটি তো সেই  দিন  সকালে  ঘুরতে  যাবার ব্যাপারে  কথা বললে, ভালোই হয়। কেন রাতে কথা বলতে বলতে দেরি হবে আর আমার হোস্টেল টা ও তো দূরে  তাই বললাম।

অভয় বলল, আমার কি ঘর নেই । রাত 7টা নাগাদ
চলে আসবি রাতে মাংশো আর রুটি হবে।

আয়ুসমান বলল, পুরু জমে যাবে, এইসব চল s. D  স্যারের  এসে যাবে বাইরে না থাকতে চাইলে চল।

অভয়  বলল, এই চল সব।

Vote and comment 🙏

Next part stone. 😊

নীলাভ অমাবস্যাWhere stories live. Discover now