"আমি ও কবি"

7 5 0
                                    

"আমি ও কবি"
______________( আকিব রিফাত আলভী )
.
.
কবি... তোমার কবিতায় বিন্দু ছুয়ে দিলেই নাকি
বৃত্ত হয়ে যায়।আর এই দিকে আমি কবিতা ছুঁয়ে
দেখলেই ছন্দপতন হয়। ব্যস্ত শহরের লোকারণ্য
রাস্তায় আমি পা দিলেই সব ফাঁকা হয়ে যায়....।।
.
কবি.. তোমার কবিতায় বেদনাও মধুর হয়ে যায়।
এইদিকে আমি একটু দুঃখবিলাস করতে গেলেই
সবুজ রঙা মাঠ ও বড় ফিকে হয়ে যায়। এক ভর
দুপুরে তপ্তরোদ উপেক্ষা করেই সৃষ্টিছাড়া মেঘের
দল বৃষ্টি নামিয়ে যায়।।
.
কবি.. তোমার কবিতায় ফুরায় এই জীবনের সব
লেনদেন। এই দিকে আমার অমাবস্যাতিথি কাটে
না,চাঁদউঠেনা,আঙিনায় ঠাঁই দাড়িয়ে থাকা বকুল
গাছে একটা ও ফুল ফোটে না....! কবিতার দিব্যি,
আসবে বলেছিল যে বসন্তকাল, পোড়া জীবনে
সেও আসে না।।

"আমি ও কবি"Onde histórias criam vida. Descubra agora