পথিক অন্য আকাশে - ০১

8 0 0
                                    


দুনিয়ার সব বেজাল মাথায় নিয়ে পথিক টি ছুঁটছে চট্টগ্রামের দিকে। বাসের টিকিট টা অগ্রিম ছিল যার কারনে বাসের টিকেট  পেতে কষ্ট হয়নি। তারপর বাসা থেকে গিনিপিগের মত হুমড়ি খেয়ে চলল বাস স্টপেজ এর দিকে । বাস আসলো, উঠে পড়লো।

পথিক :- এই যে, আপু শুনছেন।

রমণী :- (হেডফোন খুলে) জ্বি শুনছি।

পথিক :- আসলে আপু আপনি যেই সিটে বসছেন ওটা  হয়তো আমার সিট্ ।

রমণী :- কি বলতে চাচ্ছেন?

পথিক :- (টিকেট চ্যাক করে) জ্বি আপু সিট টা আমার ভুল ক্রমে হয়তো আপনি বসেছেন।

রমণী :- আমি কি অন্ধ নাকি? আপনার কমন সেন্স নাই একটা মেয়েকে এইভাবে কথা বলতেছেন।

পথিক :- কমন সেন্সের কি আছে, একে তো আপনি আমার সিটে বসে আছেন ওর উপর আমাকেই রাগ দেখাচ্ছেন।

রমণী :- আমি মোটেও আপনার সিটে বসি নাই।

পথিক :- আপু, আপনি একটু কষ্ট করে নিজের টিকেট টা চ্যাক করে দেখেন।

রমণী :- আমি আমার সিটেই বসেছি, দেখেই বসেছি চ্যাক করার প্রয়োজন নেই ।

পথিক :- আজব রমণী তো আপনি।

রমণী :- আজব রমণী বলতে কি বুঝাচ্ছেন?

শুরু হল তুমুল ঝগড়া

একটা পর্যায়ে বাসের গাইড কে ড্রাইভার ডাক দিয়ে বলে। এদের কি হইসে দেখেন তো।

গাইড :- কি সমস্যা স্যার, কি সমস্যা ম্যাম ।

পথিক :- দেখেন তো ভাই, ইনি একে তো আমার সিটে বসে আছে, ওর উপর আমার সাথে গরম দেখাচ্ছে ।

গাইড :- ম্যাম , স্যার যা বলছে তা কি ঠিক?

রমণী :- মোটেই না আমি কি অন্ধ নাকি আমি টিকেট দেখে বসেছি।

গাইড :- স্যার আপনার টিকেট টা দেখি।

পথিক :- এইযে।

গাইড :- ম্যাম আপনার টাও একটু দেখি।

রমণী :- আমার টা দেখার প্রয়োজন নেই।

গাইড :- আপনি টিকেট না দেখালে কিভাবে বুঝবো যে আপনি সত্যি বলছেন?

(১) পথিক অন্য আকাশে - পর্ব ০১Où les histoires vivent. Découvrez maintenant