নিনা ধীরে ধীরে হাটছে । জঙ্গলের এই পথ দিয়ে সে নিয়মিত যাতায়াত করে । এটা তার পছন্দের একটা স্থান । ঘন জঙ্গলের ভেতরে প্রায়ই সে পোশাক ছেড়ে নিজের উলফ ফর্মে আসে । তারপর এখানেই দৌড়ায় । এই জঙ্গলের প্রতিটি গাছ পালা তার যেন একেবারে আপন নিজের মত । আজকেও নিনার পরিকল্পনা ছিল যে স্কুল থেকে ফেরার পথে কিছুটা সময় সে নিজের বন্যরূপে ফিরে যাবে । কিন্তু সেই সুযোগ সে পায় নি । তার আগেই ঐ ভ্যাম্পায়ার গুলো ট্রিক্স করে আটকে ফেলে । যদিও ওর নিজের দোষ আছে । নিনার বাবা নাইমু সব সময় বলে নিজের পরিনতির জন্য তুমি নিজে দায়ী । অন্যকে তোমার উপর ট্রিক্স খাটাবে তুমি কেন সচেতন হবে না । এটা সত্য যে আজকে নিনা সচেতন ছিল না । যদি থাকতো তাহলে এমনটা হত না । আজকের এই খবর ওর বাবার কানে গেলে সে খুব রাগ করবে । রাগটা এই জন্য না যে একটা ভ্যাম্পায়ার তার মেয়ের উপর হামলা করেছে বরং রাগটা এই কারণে যে তার মেনে সেটা ঠেকাতে ব্যর্থ হয়েছে এবং খুব সহজেই ভিক্টিমে পরিনত হয়েছে ।
-আজকের ঘটনা বাবাকে বলবেন না ।
রাফায়েল ওর পাশে পাশে হাটছিল । নিজের চিন্তায় সে মগ্ন ছিল । কিংবা বলা যায় বাতাসে কিছু যেন খুজছিল যে । নিনার কথা শুনে ওর দিকে ফিরে তাকালো । তবে দুজনের কেউ হাটা থামালো না । রাফায়েল ওর দিকে তাকিয়ে বলল, আমি এমনিতেও বলতাম না । এই ঘটনা বললে ঝামেলা আরো বাড়বে । আমি তোমাকে এই অনুরোধ করতে যাচ্ছিলাম যে তুমি যেন না বল ।
নিনা কিছু বলল না । কেব মাথা ঝাকালো । রাফায়েল বলল, তোমার গলা ঠিক আছে?
নিনা গলায় হাত বুলালো একটু । তখনই ওর মনে পড়লো যে কিছু যদি নাও বলে তাহলে ওর গলায় যে একটা দাগ পড়েছে এটা তো ঠিকই ওর বাবার চোখে পড়বে । তখন ?
নিনার মনের কথাই যেন রাফায়েল বুঝে গেল । দাড়িয়ে পড়লো সে । নিনাকেও দাড়াতে হল । নিনার দিকে তাকিয়ে বলল, দেখি গলাটা ।
নিনা আপনা আপনিই গলাটা রাফায়েলের দিকে এগিয়ে দিল । নিজের বাবার কথা মনে পড়লো আবারও । উলদের সব থেকে নাজুক অংশ এই গলা । এই কারণে সব সময় লড়াই কিংবা অন্য যে কোন সময় তাদের এই গলার ব্যাপারে সব সময় সাবধান হতে বলা হয় । বলা হয় যেন কোন ভাবেই এই গলা কারো সামনে অরক্ষিত অবস্থায় যেন না ছাড়া হয় । অথচ নিনা কেমন এক কথাটাতেই গলাটা এগিয়ে দিল ।
YOU ARE READING
The Wolf, The Vampire and The Rafayel
FantasyRafayel is not unfamiliar to you. You have seen his numerous adventures. Now He has come to another city where A group of Vampires and a group of werewolves co-exists with one another. They are at peace, meaning they do not kill each other rather th...