সাদা রঙে তোমায় মানায় বড্ড ভালো
রূপে তোমার আগুন ঝরে যখন পর কালো।
সৌন্দর্যের দেবীর ঘটে আগমন যখন থাকো নীলে
গোলাপি রঙে আঘাত লাগে আমার এই দিলে।
সত্যি বলছি লালে তুমি অপরূপা
হলুদে যেনো স্বর্গের এক অপ্সরা ।
হৃস্পন্দন থমকে দাঁড়ায় যখন থাকে কমলা
বলতে পারো কেনো সব রঙ ই আমায় করে উতলা?
আসলে সব রঙই গুরুত্বহীন
কবির জীবনে তুমিহীন।